স্টাফ রিপোর্টার
চুয়াডাঙ্গা শহরতলীর দৌলাতদিয়াড় দক্ষিণপাড়ায় গণসংযোগ করেছেন অ্যাড. মাসুদ পারভেজ রাসেল। গতকাল বুধবার সন্ধ্যা ৭টার দিকে ইউনিয়ন জামায়াত আয়োজিত গণসংযোগ করেন।
এসময় চুয়াডাঙ্গা-১ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী জেলা সহকারী সেক্রেটারি অ্যাড. মাসুদ পারভেজ রাসেল বলেন, স্বাধীনতার ৫৩ বছর পার হলেও দেশের মানুষ এখনো সুষ্ঠু নির্বাচনী ব্যবস্থার নিশ্চয়তা পায়নি। বাংলাদেশের সম্পদ লুট করে বিদেশে বেগমপাড়া তৈরি করা হয়েছে। অথচ আমাদের পর স্বাধীন হওয়া অনেক দেশ আজ উন্নতির শিখরে পৌঁছেছে। দুর্নীতি আর লুটপাটের কারণে আমরা পিছিয়ে আছি। আমরা জনগণের অধিকার, ভাতের অধিকার প্রতিষ্ঠা করতে চাই, এলাকায় উন্নয়ন আনতে চাই, বেকার সমস্যার সমাধান করতে চাই।
তিনি ২৪ জুলাইয়ের ‘বিপ্লব ও গণ-অভ্যুত্থান’ প্রসঙ্গ টেনে বলেন, যদি এখনো কেউ রাস্তা মেরে খায়, মসজিদ মেরে খায়, কালভার্ট মেরে খায় কিংবা চাঁদাবাজি করে খায় তবে এটা সেই গণ-অভ্যুত্থানের চেতনার সাথে যায় না। ২৪ জুলাই যতদিন থাকবে, দুর্নীতি আর চাঁদাবাজির ঠাঁই এই মাটিতে হবে না।
গণসংযোগকালে উপস্থিত ছিলেন আব্দুল মমিন, চুয়াডাঙ্গা পৌর আমীর অ্যাড. হাসিবুল ইসলাম সেক্রেটারি মোস্তফা কামাল বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সহ-সভাপতি রাব্বি হাসান, জাকির হোসেন আলোকদিয়া ইউনিয়নের নেতৃবৃন্দসহ অনেকেই।
চুয়াডাঙ্গা শহরতলীর দৌলাতদিয়াড়ে গণসংযোগকালে অ্যাড. রাসেল
