গাংনীতে পতাকা বৈঠকে ৩৯ বাংলাদেশিকে ফেরত পাঠালো বিএসএফ

মেহেরপুর অফিস

মেহেরপুরের গাংনীর কাজীপুর সিমান্ত দিয়ে নারী শিশু ও পুরুষসহ ৩৯ জনকে পতাকা বৈঠকের মাধ্যমে ফেরত দিয়েছে বিএসএফ। গতকাল মঙ্গলবার দুপুর ২টার দিকে কাজিপুর সিমান্তে ১৪৭ নং মেইন পিলারের কাছে তাদের হস্তান্তর করা হয়।

হস্তান্তরকৃতরা হলেন- ফরিদপুর জেলার মুজুরদিয়া গ্রামের অজিৎ ঘোষের স্ত্রী অঞ্জনা রানী(৪২), ঠাকুরগাও জেলার পিরুজ থানা গ্রামের কেটায়া রাম অধিকারীর ছেলে বিমল অধিকারী (৭২), একই এলাকার প্রধান অধিকারীর স্ত্রী বরুনা(৩৭), বরুনার মেয়ে রিয়া অধিকারী (৪), বিমল অধিকারীর স্ত্রী মালতী রানী(৬২), মাদারীপুর জেলার শিবচর উপজেলার নিয়ামতকান্দি গ্রামের ইসমাইল হোসেনের ছেলে বেলায়েত হোসেন (৩৫), বেলায়েত হোসেনের স্ত্রী হাসিদা বেগম(২৯), হাদিসা বেগমের ছেলে ইব্রাহিম হোসেন(৫), খুলনা জেলার কয়রা উপজেলার ভাগবা গ্রামের অরবিন্দ সানার ছেলে তরুন সানা(৩৬), তরুন সানার স্ত্রী প্রভাতী সানা(৩১), দিনাজপুর জেলার মাধবপাড়ার মিঠুন মিয়ার মেয়ে রুমা আক্তার(২৪), একই গ্রামের ইরফান মন্ডলের মেয়ে সাবিনা শেখ(৩৪), ঠাকুরগাও জেলার কাতিহার গ্রামের এসকে ফরিদের স্ত্রী দুলারী খাতুন (৫২), যশোর জেলার লাক্সামপুর কলোনীর আইয়ুব খানের স্ত্রী সেফালী (৪৩), বাঘারপাড়া উপজেলার বারোখদুরা গ্রামের শিশির পালের ছেলে প্রকাশ পাল(৩৪), রংপুর জেলার পীরগঞ্জ উপজেলার হাজীপুর গ্রামের মোশারফ হোসেনের ছেলে লিটন মিয়া(৩৭), লালমনিরহাট জেলার হাতিবান্ধা উপজেলার শফিয়ার রহমানের ছেলে সাইদ আলী (৩৮), পাটগ্রাম উপজেলার থানাপাড়ার রফিকুল ইসলামের রমজান আলী(২৭), রাজবাড়ী জেলার পাংশা উপজেলার কলিমাহার গ্রামের মানতুম মন্ডলের ছেলে আরজু আহমেদ (৫১), রাজশাহীর গোদাগাড়ী উপজেলার বেলতলা সারমঙ্গলা গ্রামের নজরুল ইসলামের ছেলে জয়নাল হক(২৯), একই গ্রামের আব্দুস সালামের ছেলে গোলাম মোস্তফা জিয়া(২৯), ভগনাথপুর গ্রামের হুমায়ন কবীরের ময়েন আলী(৫০), শ্রীমান্তাপুর গ্রামের ইদ্রিস আলীর ছেলে মনিরুল ইসলাম(৪০), কুরমীডাঙ্গা গ্রামের দুরুল হুদার ছেলে কাবিরুল ইসলাম(৪০) ও দুলাল হোসেন (৩১), চর দিয়ার মানিক চক পশ্চিমপাড়ার মাহাবুর রহমানের ছেলে মোহাম্মদ রুবেল(৩৩), চাপাইনবাবগঞ্জের লুতারু পাড়া গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে নেসবাউল(২৬), গাইনাপাড়ার আয়েশউদ্দীনের ছেলে পারভেজ মোশারফ(৩৭), হাকিমপুর উপজেলার আব্দুল ওহাব এর ছেলে আসাদুল(১৮), হাশিমপুর গ্রামের সোলেমান শেখের ছেলে এমদাদুল শেখ(৫০), নওগাঁ জেলার সাপাহার উপজেলার পাটারী গ্রামের নাইমুল আলীর ছেলে গোলাম রব্বানী (৩১), বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলার ফোরকান বাদশার ছেলে ইমরান(২৪), ঢাকা সাভারের জাহাঙ্গীর বেদ এর ছেলে ছালাম বেদ(৩৫), ওমর আলীর ছেলে কেরামত আলী((৫৬), খুলনার বটিয়াঘাটা উপজেলার বারোভূইয়া গ্রামের মাহাবুবুর রহমানের ছেলে মেহেদী হাসান(২৪)। তারা সকলেই বাংলাদেশের বাসিন্দা। বিভিন্ন সময়ে তারা অবৈধভাবে ভারতে পাড়ি দিয়েছিল। সেখানে থাকা অবস্থায় ভারতীয় পুলিশ তাদের আটক করে জেলহাজাতে প্রেরণ করে। কারাভোগ শেষে তাদেরকে পতাকা বৈঠকের মাধ্যমে ফেরত দিয়েছে বাংলাদেশ বিজিবির কাছে। বিজিবি কাজিপুর ক্যাম্প জানিয়েছে ভারত থেকে আসা সকলেই বিজিবি হেফাজতে নেওয়া হয়, তাদের তথ্য যাচাই বাছাই শেষে গাংনী থানায় সোর্পদ করা হয়েছে।

গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানী ইসরাইল জানান, বিজিবি আমাদের কাছে আটককৃতদের হস্তান্তর করেছে। তাদের পরিবারের সদস্যদের খবর দেওয়া হচ্ছে তারা আসলে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *