জীবননগর অফিস
জীবননগরে মাদকবিরোধী অভিযান চালিয়ে ৪৬ পিস ইয়াবা ট্যাবলেটসহ সাগর মণ্ডল (২৪) নামের এক যুবককে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। গত রবিবার সন্ধ্যায় উপজেলার কেডিকে ইউনিয়নের কাশিপুর গ্রাম থেকে তাকে আটক করা হয়। আটক সাগর মণ্ডল একই গ্রামের আবদার মণ্ডলের ছেলে।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১২, সিপিসি-৩, মেহেরপুর ক্যাম্পের একটি চৌকশ অভিযানিক দল রবিবার সন্ধ্যায় জীবননগর উপজেলার কাশিপুর গ্রামে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানকালে ৪৬ পিস ইয়াবা ট্যাবলেটসহ সাগর মণ্ডল নামের এক যুবককে আটক করা হয়।
আটক যুবকের বিরুদ্ধে জীবননগর থানায় মামলা দায়ের ও হস্তান্তর করা হয়েছে।