স্টাফ রিপোর্টার
চুয়াডাঙ্গা শিশু-কিশোর সাঁতার প্রশিক্ষন কেন্দ্রের বিদ্যুৎ লাইনের সার্ভিস তার চুরি করেছে সংঘবদ্ধ চোরেরা। একই সাথে শিশু-কিশোর সাঁতার প্রশিক্ষণ কেন্দ্রের অর্থায়নে সংস্কার ও মেরামতকৃত দুটি দোকানঘর দুর্বৃত্তরা ভাঙ্গচুর করে। এ ব্যাপারে চুয়াডাঙ্গা সদর থানায় একটি সাধারণ ডাইরী করা হয়েছে।
সুইমিংপুল সুত্রে জানা গেছে, গত ৭ আগস্ট ২০২৫ ইং তারিখ রাতের কোন এক সময় চোরচক্র ৩৩ হাজার ভোল্টের মেইন লাইন থেকে সুইমিংপুলের বিদ্যুৎ সংযোগের সার্ভিস লাইনের তামার তার কেটে নিয়ে যায়। পরদিন বিষয়টি পুলিশকে অবগত করানো হয়। আবারো গত পরশু রোববার সুইমিংপুলের দুটি দোকানঘর ভাংচুরের ঘটনা ঘটেছে। দোকানঘর দুটি ভাংচুরের সময় প্রত্যক্ষদর্শী একজন ভাংচুরকারীদের নিষেধ করলে তারা হুমকি দিয়ে চলে যায়। এ বিষয়ে চুয়াডাঙ্গা সদর থানায় একটি সাধারণ ডাইরী করা হয়েছে।
চুয়াডাঙ্গা পুরাতন স্টেডিয়াম সংলগ্ন পরিত্যক্ত জায়গায় চুয়াডাঙ্গা শিশু-কিশোর সাঁতার প্রশিক্ষণ কেন্দ্রটি নির্মাণ করা হয়। এ প্রশিক্ষণ কেন্দ্র থেকে চুয়াডাঙ্গার অনেক শিশু-কিশোর, স্কুল-কলেজগামী শিক্ষার্থীরা সাঁতার প্রশিক্ষণ লাভ করে উপকৃত হয়েছে। এখানে প্রশিক্ষণ গ্রহণ করে অনেকে বিভিন্ন ডিফেন্সের চাকরিতেও অগ্রাধিকার পেয়েছে। অথচ চুয়াডাঙ্গার আশীর্বাদ স্বরূপ এই সাঁতার প্রশিক্ষণ কেন্দ্রটিকে এক শ্রেণীর দুর্বৃত্তরা ধ্বংস করার পায়তারা করছে।
এ প্রতিষ্ঠানটি পরিচালনার জন্য পদাধিকার বলে চুয়াডাঙ্গা জেলা প্রশাসক সভাপতি, চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী অফিসার সম্পাদক, চুয়াডাঙ্গা সদর থানা অফিসার ইনচার্জ সদস্যসহ ১১ সদস্য বিশিষ্ট একটি কমিটি রয়েছে।