স্টাফ রিপোর্টার
বূপ্রেনরফাইন ইনজেকশনসহ চুয়াডাঙ্গা রেলপাড়ার জালাল উদ্দিন মালিথাকে(৪৮) আটক করা হয়েছে। গতকাল রবিবার সকাল সাড়ে ৫টার দিকে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর অভিযান চালিয়ে শহরের একাডেমি মোড়ে অভিযান চালিয়ে তাকে আটক করে।
চুয়াডাঙ্গা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এক প্রেসবিজ্ঞপ্তিতে জানায়, পরিদর্শক শাহ জালাল খানের নেতৃত্বে একদল সদস্য অভিযান পরিচালনা করে। ঘটনার সময় চুয়াডাঙ্গা শহরের একাডেমী মোড়ে জিম স্ইুটস এন্ড দধি ভান্ডার এর সামনে হতে আসামী মোঃ জালাল উদ্দিন মালিথাকে আটক করা হয়। এ সময় তার দেহ তল্লাশি করে একটি লাল রংয়ের শপিং ব্যাগের মধ্যে অবৈধ মাদকদ্রব্য বূপ্রেনরফাইন ইনজেকশন উদ্ধার করা হয় (ইটচজঊঘঙজচঐওঘঊ ওঘঔঊঈঞওঙঘ)। আসামী জালাল উদ্দিন চুয়াডাঙ্গা পৌর এলাকার মৃত আলতাফ হোসেন মালিথার ছেলে। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে পরিদর্শক শাহ জালাল খান বাদী হয়ে চুয়াডাঙ্গা সদর থানায় মামলা দায়ের করেন।