চুয়াডাঙ্গায় গাঁজাসহ ২ মাদকসেবী গ্রেফতার, ১০ দিন করে কারাদণ্ড ও জরিমানা প্রদান

স্টাফ রিপোর্টার

চুয়াডাঙ্গা গাঁজাসহ ২ মাদকসেবীকে গ্রেফতার করা হয়ছে। গতকাল রববিার বলো ১১ টার দকিে মাদকদ্রব্য নয়িন্ত্রণ অধদিপ্তর ২০ গ্রাম গাঁজাসহ দুই মাদকসবেকিে গ্রফেতার কর। গ্রেফতারকৃতরা হলো চুয়াডাঙ্গা বুজরুকগড়গড়ি সি এন্ড বি পাড়ার সরিাজুল ইসলামরে ছলেে আব্দুস সালাম বাবু (৪৬) ও কদোরগঞ্জ সাদকে আলী মল্লকি পাড়ার আব্দুল কুদ্দুসরে ছলেে মোঃ মকবুল হোসনে (৫০)।

চুয়াডাঙ্গা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানায় ,
চুয়াডাঙ্গা সদর সহকারী কমশিনার( ভূমি) এস এম আশিস মোমতাজের নতেৃত্বে মাদক বরিোধী অভযিান পরচিালনা করা হয়। এ সময় সি এন্ড বি পাড়ার আসামী মোঃ আব্দুস সালাম বাবুর নজি বাড়ি তল্লাশি করে ১০ গ্রাম গাজাসহ আব্দুস সালাম বাবুকে গ্রফেতার করা হয়। অপরদকিে মকবুল হোসনেরে দহে তল্লাশী করে ১০ গ্রাম গাজা উদ্ধার করা হয়। পরে আসামীদরেকে ১০ দনি করে বনিাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা করে র্অথদণ্ড প্রদান করা হয়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *