স্টাফ রিপোর্টার
চুয়াডাঙ্গা সদর উপজেলার আলুকদিয়া ইউনিয়ন বিএনপির কুশল বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকেল ৫টায় আলুকদিয়া ইউনিয়ন পরিষদ চত্বরে আয়োজিত এ অনুষ্ঠানে দলীয় নেতা-কর্মীদের ঢল নামে। ইউনিয়ন বিএনপির সভাপতি আমির হোসেন ঢাকালের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি থেকে বক্তব্য দেন চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাধারণ সম্পাদক শরীফুজ্জামান শরীফ। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘পতিত স্বৈরাচারী সরকার গণতন্ত্র হরণ করেছিলো। একদলীয় শাসন ব্যবস্থা চাপিয়ে দিয়ে তারা দেশের মানুষকে দীর্ঘ ১৬ বছর বোকা বানিয়েছে। মাত্রা যখন ছাড়িয়েছে, জনগণ আর চুপ করে থাকেনি। স্বৈরাচারের পতন হয়েছে। তৃণমূল এখন জেগে উঠেছে। আগামী নির্বাচনকে অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ করতে হবে, অন্যত্থায় জনগণ তা প্রতিহত করবে। বিএনপি সেই আন্দোলনের নেতৃত্ব দিতেও প্রস্তুত।’
তিনি আরও বলেন, ‘দলের নেতা-কর্মীদের এখন আরও সতর্ক ও সচেতন থাকতে হবে। আপনারা কেউ যেন ফাঁদে পড়ে উস্কানিমূলক কিছু না করেন। প্রশাসনের প্রতিটি পদক্ষেপ নজরদারিতে রাখতে হবে। জনগণের পাশে থাকলে, অন্যায়ের বিরুদ্ধে মাথা উঁচু করে দাঁড়ালে, জয়ের দ্বার খুলবেই।’ শরীফুজ্জামান বলেন, ‘দীর্ঘ ১৬ বছর আমাদের ওপর দমন-পীড়নের পাহাড় চাপানো হয়েছে। মিথ্যা মামলা, গ্রেপ্তার, গুম ও খুন- এসব চালিয়েও সরকার বিএনপিকে দমাতে পারেনি। আমরা শান্তিপূর্ণভাবে সংগঠনকে তৃণমূল পর্যন্ত ঢেলে সাজাচ্ছি, ইউনিয়ন পর্যায়ে শক্তিশালী নেটওয়ার্ক গড়ে তোলা হচ্ছে।’
নেতা-কর্মীদের উদ্দেশ্যে তিনি আরও বলেন, ‘আপনাদের বলছি, পরস্পরের প্রতি আস্থা রাখুন। কাউকে নিয়ে বিভ্রান্ত হবেন না। পদ-পদবি নয়, আমাদের মূল লক্ষ্য জনগণের অধিকার প্রতিষ্ঠা। নির্বাচনের আগেই ষড়যন্ত্র করে সরকার বিভিন্ন ফাঁদ পাতবে। এসময় দলের নাম ভাঙিয়ে কেউ যেন নিজের স্বার্থসিদ্ধি না করে, সেদিকে খেয়াল রাখুন। আপনারা যেখানেই থাকেন, সংগঠনের সিদ্ধান্ত মেনে চলুন। জাতীয় নির্বাচন সামনে, এটি আমাদের অস্তিত্বের লড়াই। তাই ঘরে বসে থাকলে চলবে না। সকল ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে রাজপথে থাকতে হবে।’
অনুষ্ঠানে বিশেষ অতিথি থেকে বক্তব্য দেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মীর্জা ফরিদুল ইসলাম শিপলু, সফিকুল ইসলাম পিটু, সদর উপজেলা বিএনপির সভাপতি নজরুল ইসলাম নজু, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান লিপটন, সদর উপজেলা বিএনপির সাবেক সভাপতি এড. এম. এম. শাহজাহান মুকুল, সদর উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক আবুল কালাম আজাদ, সাংগঠনিক সম্পাদক মহাবুল হক মহাবুব, জেলা জাসাসের সাধারণ সম্পাদক সেলিমুল হাবিব সেলিম, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোমিনুর রহমান মোমিন, জেলা ওলামা দলের সদস্যসচিব মাওলানা মাহাবুল হক প্রমুখ।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন চুয়াডাঙ্গা পৌর বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক ইমরুল হাসান মুকুল, সদর উপজেলা বিএনপির সহসভাপতি ইকরামুল হক ইকরা, সহসভাপতি ইবাদত হোসেন, সহসভাপতি মো. জাহিদ হাসান টিপু। কুশল বিনিময় অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আলুকদিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. আখতার হোসেন।
এসময় আরও উপস্থিত ছিলেন আলুকদিয়া ইউনিয়ন বিএনপির যুগ্ম সম্পাদক জালাল উদ্দীন লাড্ডু, সাংগঠনিক সম্পাদক জহুরুল ইসলাম, ধর্মবিষয়ক সম্পাদক রোকোনুজ্জামান রোকন, আইন বিষয়ক সম্পাদক অ্যাড. জিল্লুর রহমান জালাল, যুগ্ম সম্পাদক খাব্বাব হোসেন, জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক আমানুল্লাহ আমান, সদর উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মতিউর রহমান মিশর, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক এম এ হাসান, সদর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মাহবুব হক, পৌর ছাত্রদলের সদস্য সচিব মাজেদুল আলম মেহেদীসহ ইউনিয়নের সব ওয়ার্ডের সভাপতি ও সাধারণ সম্পাদকগণ এবং বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।