আলমডাঙ্গায় চোরাই ছাগলসহ তিন চোর গ্রেফতার, ইজিবাইক জব্দ

আলমডাঙ্গা প্রতিনিধি

আলমডাঙ্গার মাঝহাদ গ্রামে চোরাই ছাগলসহ তিন চোরকে গ্রামবাসী আটক করেছে। এ সময় চুরির কাজে ব্যবহারিত ইজিবাইক জব্দ করা হয়। পরে আলমডাঙ্গা থানা পুলিশ তাদের গ্রেফতার করে। শনিবার বিকেল ৪টার দিকে উপজেলার মাজহাদ এলাকার দাসপাড়া মোড় সংলগ্ন পাকা রাস্তায় জনতা তিনজন চোরকে ধরে ফেলে। এসময় তাদের কাছ থেকে চুরি যাওয়া কালো রঙের কাসি ছাগল ও একটি ইজিবাইক জব্দ করা হয়। আটক হওয়া ব্যক্তিরা হলেন চুয়াডাঙ্গা জেলার নতুন ভান্ডারদহ গ্রামের মৃত রাহাত আলী মণ্ডলের ছেলে মো. সাইফুল ইসলাম (৩৫), একই গ্রামের মো. মিলন হোসেনের ছেলে মো. সজিব হাসান (২০) এবং সুমিরদিয়া রেলপাড়া গ্রামের ইছানুর হকের ছেলে মো. হাসান ইসলাম (২০)।

ভুক্তভোগী ছাগলের মালিক মাজহাদ গ্রামের মো. রাকিব হোসেন (২৮) আলমডাঙ্গা থানায় লিখিত অভিযোগ দিলে, আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ মুহাঃ মাসুদুর রহমান পিপিএম-এর নির্দেশে পাঁচকমলাপুর পুলিশ ক্যাম্পের এসআই (নিঃ) আহম্মদ আলী সংগীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে পৌঁছান। পরে ধৃত চোরদের থানায় নিয়ে যাওয়া হয়। পুলিশ চোরাই ছাগল এবং ইজিবাইক জব্দ করে। এ ঘটনায় ভুক্তভোগী রাকিব হোসেন বাদী হয়ে আলমডাঙ্গা থানায় একটি মামলা দায়ের করেছেন। আলমডাঙ্গা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মাসুদুর রহমান পিপিএম  জানায়, ধৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *