সরিষাডাঙ্গায় এক অসহায় পরিবারকে টিউবওয়েল প্রদান

মোমিনপুর প্রতিনিধি

চুয়াডাঙ্গা সদর উপজেলার মোমিনপুর ইউনিয়নের সরিষাডাঙ্গায় এক অসহায় পরিবারকে মানবতার ফেরিওয়ালা টিম(মুন্সিগঞ্জ) এর পক্ষ থেকে টিউবওয়েল প্রদান করা হয়। শুক্রবার মানবতার ফেরিওয়ালা টিম(মুন্সিগঞ্জ) উক্ত পরিবার কে একটি টিউবওয়েল বসানোর ব্যবস্থা করেন। এটি সম্পূর্ণ অরাজনৈতিক ও সেচ্ছাসেবী সংগঠন। পূর্বে এই সংগঠন টি আরও ১৯ টি পরিবার কে টিউবওয়েল উপহার দেন। এছাড়া সংগঠনের অন্যান্য কার্যক্রম হিসেবে অসহায় ও দরিদ্র পরিবার, প্রতিবন্ধী ও অসহায় ব্যক্তিদের কর্মসংস্থান, গরীব ও মেধাবী ছাত্র-ছাত্রীদের সহায়তা প্রদান, বিনামূল্যে রক্তদান কর্মসূচি পালন, মসজিদে বয়স্ক ও বাচ্চাদের কোরআন শিক্ষার ব্যবস্থা, মৃত ব্যক্তির দাফন-কাফনে সহায়তা প্রদান, নিয়মিত বৃক্ষরোপন কর্মসূচি পালনসহ সকল মানবিক কর্মকান্ডে সহায়তা প্রদান করে থাকেন।

এ সময় উপস্থিত ছিলেন, সংগঠনের পরিচালক মোস্তাফিজ বাপ্পি, সহ-পরিচালক আরিফ হাসান। শামসুল আলম তাফস, আহনাফ এনান, আবু সাঈদ, বাপ্পি আহমেদ, হাকিম আলী, হাসানুজ্জামান হাসানসহ আরও অনেকে।

সংগঠনের পরিচালক বলেন, ভবিষ্যতে আমরা এই ধরনের মানবিক কাজকে এগিয়ে নিয়ে যেতে দেশ-বিদেশের সকলের কাছে দোয়া ও সাহায্য কামনা করছি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *