স্টাফ রিপোর্টার
ঢাকায় কোটা সংস্কার আন্দোলনে নিহত শাহারিয়ার শুভর আজ ১ম মৃত্যু বার্ষিকী। গতকাল বুধবার মৃত্যু বার্ষিকী উপলক্ষে নিহতের চুয়াডাঙ্গার শংকরচন্দ্র গ্রামের বাড়িতে পারিবারিকভাবে তেমন কোন আয়োজন করা হয়েছিল না। তবে এ মাসের শেষে বাড়িতে কোরআন খতম ও মসজিদে দোয়া অনুষ্ঠান করা হবে বলে জানান নিহত শুভর ছোট ভাই সিয়াম হোসেন।
ঢাকার রাজপথ উত্তাল। ঠিক এরই মধ্যে গত বছর ১৯ জুলাই ঢাকার মিরপুর এলাকায় সন্তানের দুধ কিনতে গিয়ে মাথায় গুলিবিদ্ধ হয়ে আহত হন চুয়াডাঙ্গার ছেলে প্রকৌশলী শাহরিয়ার শুভ। পরে ঢাকার ন্যাশনাল ইনস্টিউট অব নিউরোসায়েন্স অ্যান্ড হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ৪ দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে ২৩ জুলাই মঙ্গলবার সন্ধ্যায় মৃত্যু বরণ করেন। পরদিন গ্রামের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। চুয়াডাঙ্গা সদর উপজেলার শংকরচন্দ্র গ্রামের মণ্ডলপাড়ার কৃষক আবু সাঈদ ও চম্পা খাতুনের মেজ ছেলে শাহরিয়ার শুভ (২৮)। নিহত শাহরিয়ার শুভর স্ত্রীর নাম রাজিয়া সুলতানা। তাদের দেড় বছর বয়সী মোস্তাফিজ মুহিন নামে ছেলে সন্তান রয়েছে। শাহারিয়ার শুভ ঢাকার মিরপুর-১ নম্বর এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন।
এদিকে শুভর মৃত্যু বার্ষিকী উদযাপন উপলক্ষে ১৩ জুলাই জেলা জামায়াতের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। ওই দিন গ্রামের মসজিদে বাদ আছর দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন জেলা জামায়াতে আমির অ্যাড. রুহুল আমিন, নিহত শুভর পিতা আবু সাইদসহ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।