স্টাফ রিপোর্টার
চুয়াডাঙ্গায় পৃথক দুটি স্থানে অভিযান চালিয়ে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরের দিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এ অভিযান পরিচালনা করে। ৭০ পিচ ট্যাপেন্টাডলসহ আটক করা হয় চুয়াডাঙ্গা পৌর এলাকার বাগানপাড়ার মনোয়ার হোসেনের ছেলে মেহেদী হাসান লিখন (২৭) এবং ৯০ পিচ ট্যাপেন্টাডলসহ কার্পাসডাঙ্গার গোলাম ইউসুফের ছেলে গোলাম মুর্শিদ (৫০)।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক বেলাল হোসেন প্রেস বিজ্ঞপ্তিতে জানান, চুয়াডাঙ্গার বিভিন্ন স্থানে দিনব্যাপী একাধিক অভিযান পরিচালনা করা হয়। বাগান পাড়ার পৃথক দুইটি স্থান হতে দুইজন আসামিকে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেপ্তার করা হয়। আসামিদের বিরুদ্ধে উপ-পরিদর্শক কবির উদ্দিন তালুকদার বাদী হয়ে চুয়াডাঙ্গা সদর থানায় পৃথক দুইটি নিয়মিত মামলা দায়ের করেন।