আলমডাঙ্গায় পৃথক চার মামলায় ১০ জন আসামি আটক

আলমডাঙ্গা অফিস
আলমডাঙ্গা উপজেলায় মাদক, চুরি ও ডাকাতির প্রস্তুতির অভিযোগে চারটি মামলায় ১০ জনের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে পুলিশ। থানার ওসি মাসুদুর রহমান জানান, এসব মামলার তদন্ত চলছে এবং আসামিদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।
থানা সূত্রে জানা গেছে, গত ১৮ জুলাই মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর আওতায় থানায় একটি মামলা (নং-২১) হয়। এতে আসামি করা হয়েছে স্টেশনপাড়ার রুবেল হোসেন (২৮), রংপুরের মো. মোমিন মিয়া (২৬) ও গোবিন্দপুর এক্সচেঞ্জপাড়ার কামরুজ্জামান (৩৫)-কে। তাঁদের বিরুদ্ধে ২৯(ক) ধারায় অভিযোগ আনা হয়েছে।
এর আগের দিন, ১৭ জুলাই দায়ের হওয়া আরও একটি মাদক মামলায় (নং-২০) আসামি করা হয় মুন্নি খাতুন (৫৫) ও তারেক সরদার (৪০)-কে। তাঁরা স্টেশনপাড়া ও মুন্সিগঞ্জ এলাকার বাসিন্দা।
চুরি সংক্রান্ত একটি মামলা (নং-২০) দায়ের হয় ২৮ জুন। দণ্ডবিধির ৩৭৯ ধারায় করা মামলায় আসামি করা হয়েছে সাদ্দাস হোসেন (২৫) ও ওমর ফারুক ওরফে মানিক (৩৮)-কে। তাঁদের মধ্যে একজন ষ্টেশনপাড়ায় শ্বশুরবাড়িতে অবস্থান করতেন।
এর আগে ৭ জুন দায়ের হওয়া আরেকটি মামলায় (নং-১০), দণ্ডবিধির ৩৯৯ ও ৪০২ ধারায় অভিযুক্ত করা হয়েছে শাহাবুল (৪৫) ও আব্দুস সালাম (২৬)-কে। তাঁদের বিরুদ্ধে সংঘবদ্ধভাবে ডাকাতির প্রস্তুতির অভিযোগ রয়েছে।
আলমডাঙ্গা থানার অফিসার ইনচাজ (ওসি) মাসুদুর রহমান বলেন, অপরাধ দমনে আমরা কঠোর অবস্থানে আছি। মাদক ও ডাকাতি প্রতিরোধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *