আলমডাঙ্গা অফিস
আলমডাঙ্গার হারদীতে বেঙ্গল সিমেন্টের লাকী কুপন ড্র অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার হারদী বিশ্বাস বাজারে বিকালে এই ড্র অনুষ্ঠানের আয়োজন করা হয়। এসময় ৫শত জন কুফনধারীর মাঝে বিজয়ীদের হাতে পুরস্কার বিতরণ করা হয়। ২টি বাইসাইকেল, ৬টি মোবাইল ফোনসন অসংখ্য পুরস্কার। বিশ্বাস ট্রেডার্সের স্বত্বাধিকারী হারদী বনিক সমিতির সভাপতি সুমন বিশ্বাসের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বেঙ্গল সিমেন্ট জিএম মোবারক আলী ভূইয়া। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সাউথ বেঙ্গল সিমেন্ট ডিভিশন হেড শাহিন, চুয়াডাঙ্গা টিএসএম আব্দুল গাফফার, টিএসও কুষ্টিয়া বিল্লাল হোসেন, শিক্ষক কবি ও সাহিত্যিক এম. জামিরুল ইসলাম খান জামিল, মতি বিশ্বাস। অনুষ্ঠানে সহযোগিতা করেন হাসান, সম, রিপন, হাবিল, জাইদুল, বাশার, রতন, সিয়াম, মাহফুজ, ফারুক। এছাড়াও আরো উপস্থিত ছিলেন অত্র এলাকার কন্ট্রাক্টর, সিমেন্ট ব্যবসায়ী, রাজমিস্ত্রী ও সুধীজন।