স্টাফ রিপোর্টার
চুয়াডাঙ্গায় মহিলা দল ও বিএনপির ৮ নং ওয়ার্ডের আয়োজনে সদস্য ফরম বিতরণ ও সদস্য নবায়ন কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। গতকাল শনিবার পৃথক দুটি অনুষ্ঠানের মাধ্যমে এ কর্মসুচী শুরু করা হয়।
গতকাল বেলা ৪ সময় চুয়াডাঙ্গা জেলা বিএনপির কার্যালয়ে জেলা মহিলা দল এর আয়োজনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সদস্য ফরম বিতরণ ও সদস্য নবায়ন কর্মসূচি – ২০২৫ এর আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করেন জেলা মহিলা দল। জেলা মহিলা দলের সভাপতি রউফ উর নাহার রিনার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো সফিকুল ইসলাম পিটু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ মিল্টন, পৌর বিএনপির সভাপতি মো সিরাজুল ইসলাম মনি, জেলা জাসাস এর সাধারণ সম্পাদক মো সেলিমুল হাবিব সেলিম, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক জাহানারা পারভীন, জেলা মহিলা দলের সিনিয়র সহ-সভাপতি শেফালী বেগম, সাংগঠনিক সম্পাদক নাসরীন পারভীনসহ চুয়াডাঙ্গা সদর উপজেলা ও পৌর এলাকার ওয়ার্ড মহিলা দলের নেতৃবৃন্দ । প্রধান অতিথি তার বক্তৃতায় বলেন মহিলা দলের সকল নেতাকর্মীরা সকলে এই জাতীয়তাবাদী দলের ফরম পুরন করবেন এবং দলের কর্মী সমর্থকদের ফরম পুরন করবেন। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর নির্দেশনা মেনে চুয়াডাঙ্গা জেলা বিএনপির সভাপতি মাহমুদ হাসান খান বাবু ও সাধারণ সম্পাদক মো শরীফুজ্জামান শরীফের তত্বাবধানে চুয়াডাঙ্গা জেলাকে মডেল হিসেবে গড়ে তুলতে পারবে ইনশাআল্লাহ।
অপরদিকে গতকাল বেলা ৫ টার চুয়াডাঙ্গা পৌর এলাকার ৮ নং ওয়ার্ড বিএনপির আয়োজনে ফার্মপাড়া কদমতলা ৮ নং ওয়ার্ড বিএনপির কার্জলয়ে ৮ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে বিএনপির দলীয় সদস্য ফরম বিতরণ ও সদস্য নবায়ন কর্মসূচি শুরু হয়। কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বিএনপির সদস্য ফরম পুরন করে নবায়ন নিজ ওয়ার্ড ফর্মনেয় পৌর বিএনপির সভাপতি মো সিরাজুল ইসলাম মনি।

বিশেষ অতিথি ছিলেন, পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি রাফিতুল্লাহ মহলদার, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মাহমুদুল হক পল্টু, যুগ্ম সম্পাদক মো হাফিজুর রহমান মুক্ত, জেলা জাসাস এর সাধারণ সম্পাদক মো সেলিমুল হাবিব বলেন, সদর উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক মো আবুল কালাম আজাদ, ৮ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো: আশানুর রহমান মিলন, জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সম্পাদক জুয়েল মাহমুদ, সদর উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহবায়ক মতিউর রহমান মিশর, পৌর বিএনপির সহ- সভাপতি বদর উদ্দিন বাদল। এছাড়াও উপস্থিত ছিলেন পৌর বিএনপির ক্রিয়া সম্পাদক রায়হানুল ইসলাম রায়হান, পৌর বিএনপির নেতা ইখলাছুর রহমান ইখলাস, ওয়ার্ড বিএনপি সহ -সভাপতি মো: শরীফ উদ্দিন, সদর উপজেলা সেচ্ছাসেবক শরিফুল ইসলাম রাজা,শ্রমিক দল নেতা মন্জুর আলী মন্জু, পৌর মৎসজীবি দলের নেতা খলিলসহ ওয়ার্ড বিএনপি সহ অংগসঠন ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।