মেহেরপুর অফিস
মেহেরপুরের গাংনী উপজেলার হোগলবাড়িয়া মোহাম্মদপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির এক ছাত্রী ওই বিদ্যালয়ের দপ্তরি তরিকুল ইসলাম কর্তৃক যৌন লালসার শিকার হয়েছেন। প্রতিবাদে আজ বৃহস্পতিবার দুপুরে বিদ্যালয় ঘেরাও করে স্থানীয়রা। পরে ভুক্তভোগীর পরিবার বিচার চেয়ে গাংনী থানায় একটি অভিযোগ করেছে।
মামলা সুত্রে জানা গেছে, হোগলবাড়িয়া মোহাম্মদপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির এক ছাত্রীকে প্রায়ই হাত ধরে টানাটানি করতো দপ্তরি মহাম্মদপুর গ্রামের গাইনপাড়ার তারিকুল ইসলাম (৩২)। স্কুলে গেলেই তারিকুলের কুনজরে পড়ত শিশুটি। তরিকুল তার যৌন লালসা চরিতার্থ করার লক্ষ্যে গেল ১ জুলাই বিদ্যালয় ছুটির পরের সময় বেছে নেয়। এসময় স্কুলের ভবনের পশ্চিম পাশের বাথরুমের ভিতর নিয়ে যায় ওই শিশুকে। তার পড়নের পোষাক খুলে যৌন লালসা মেটানোর চেষ্টা করে। এসময় শিশুটির চিৎকার করলে তাকে প্রাণনাশের হুমকি দেয় তরিকুল। এই ঘটনা কাউকে না বলার জন্য শাসিয়ে দেয়। তরিকুলের হাত থেকে ছাড়া পেয়ে শিশুটি বাড়িতে গিয়ে কান্নাকাটি শুরু করে। এ ঘটনা জানাজানি হলে বৃহস্পতিবার বিদ্যালয়ে গিয়ে প্রতিবাদ জানায় এলাকার লোকজন। এর আগেই পালিয়ে যায় তরিকুল। পরে বিকেলে শিশুটির মা বাদি হয়ে গাংনী থানায় একটি মামলা দায়ের করেন। তরিকুলকে আসামি করে দায়েরকৃত মামলাটি রেকর্ড করেছে গাংনী থানা পুলিশ।
মামলা রেকর্ডের বিষয়টি নিশ্চিত করে গাংনী থানার অফিসার ইনার্জ (ওসি) বানি ইসরাইল জানান, আসামি গ্রেফতারের জোর প্রচেষ্টা চলছে।