চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের ট্রেজারি অফিস পরিদর্শন

স্টাফ রিপোর্টার

চুয়াডাঙ্গা জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলাম ট্রেজারি অফিস পরিদর্শন করেছেন। গতকাল সোমবার সকাল ১০ টার দিকে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট, চুয়াডাঙ্গা জেলা ট্রেজারি পরিদর্শন ও ভেরিফিকেশন কার্যক্রম পরিচালনা করেন। জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলাম ট্রেজারি অফিসে পৌছালে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক ) মিজানুর রহমানসহ জেলা প্রশাসকের কর্মকর্তারা তাকে ফুলেল শুভেচ্ছায় স্বাগত জানান। জেলা প্রশাসক ট্রেজারি অফিসের কার্যক্রম ঘুরে দেখেন। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার শাখার উপপরিচালক (ভারপ্রাপ্ত) শারমিন আক্তার, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আহমেদ মাহবুব‑উল‑ইসলাম, অতিরিক্ত জেলা ম্যাজস্ট্রেট নয়ন কুমার রাজবংশী, সদর উপজেলা নির্বাহী অফিসার এম. সাইফুল্লাহ ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *