আলমডাঙ্গা অফিস
আলমডাঙ্গা পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের সোহাগ মোড় থেকে চিড়ার মিল পর্যন্ত রাস্তায় সামান্য বৃষ্টিতেই সৃষ্টি হয় জলাবদ্ধতা। দীর্ঘদিন ধরে এলাকাটিতে কোনো ড্রেনেজ ব্যবস্থা না থাকায় এই সমস্যা প্রকট আকার ধারণ করেছে।
স্থানীয় বাসিন্দারা জানান, সড়কটির পাশে কোনো নালা বা পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় বৃষ্টির পানি জমে রাস্তায় জলাবদ্ধতা তৈরি করে। এতে করে স্কুল-কলেজগামী শিক্ষার্থী, বৃদ্ধ, রোগী ও কর্মজীবী মানুষদের চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হয়।
এ বিষয়ে ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ও চুয়াডাঙ্গা জেলা জাতীয়তাবাদী যুবদলের সহ-সভাপতি আবুল কালাম আজাদ বলেন, সোহাগ মোড় থেকে চিড়ার মিল পর্যন্ত রাস্তায় কোনো ড্রেন নেই। ফলে সামান্য বৃষ্টিতেই পানি জমে যায়। পৌর কর্তৃপক্ষকে অনুরোধ করব অগ্রাধিকার ভিত্তিতে সোহাগ মোড়-চিড়ার মিল সড়কের সমস্যা সমাধানে প্রয়োজনীয় প্রকল্প হাতে নেওয়া হয় এবং এলাকাবাসীকে স্থায়ী দুর্ভোগ থেকে মুক্তি দেওয়া যায়। এ বিষয়ে আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার ও আলমডাঙ্গা পৌর প্রশাসক শেখ মেহেদী ইসলাম জানান, এখানে রাস্তার দুই দিকেই প্রাচীর থাকায় জলাবদ্ধতা নিরসনে ড্রেন নির্মাণের পর্যাপ্ত স্থান নেই। তবে ভবিষ্যতে রাস্তা উঁচু করা হলে এই জলাবদ্ধতা নিরসন করা সম্ভব হবে।