মেহেরপুর অফিস
সবুজে সাজাই বাংলাদেশ স্লোগানে প্রকৃতি ও জীবন ক্লাব মেহেরপুর এর উদ্যোগে গতকাল সোমবার দুপুরে মেহেরপুর কবি নজরুল শিক্ষা মঞ্জিল মাধ্যমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে শিক্ষার্থীদের মধ্যে বিভিন্ন জাতের গাছের চারা বিতরণ করা হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন, মেহেরপুর সদর উপজেলা নির্বাহী অফিসার খায়রুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্ভোধন করেন। বিশেষ অতিথি ছিলেন মেহেরপুর প্রেসক্লাবের সভাপতি ফজলুল হক মন্টু, সিনিয়র সাংবাদিক গোলাম মোস্তফা, ওয়াজেদুল হক জেদু, অধ্যাপক মাহফুজুর রহমান অশেষ, অধ্যাপক আলিবুদ্দিন, কবি নজরুল শিক্ষা মঞ্জিলের সহকারী প্রধান শিক্ষক এনামুল হক, সাংবাদিক আল আমিন, ফারুক হোসেন, ডিএম মকিদ মানবাধিকার কর্মী দিলারা জাহান প্রমূখ।