স্টাফ রিপোর্টার ।।
চুয়াডাঙ্গায় মাদক মামলায় ইস্রাফিল(৩৯) নামে এক মাদক ব্যবসায়ীকে যাবজ্জীবন কারাদণ্ড, ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো এক মাসের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে। আজ রবিবার বেলা ২টায় চুয়াডাঙ্গার অতিরিক্ত জেলা ও দায়রা জজ-১ম আদালতের বিচারক মোহাম্মদ আলামিন মাতুব্বর আসামীর উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। মামলার অপর দু’আসামীকে বেকসুর খালাস দেওয়া হয়েছে। যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ইস্রাফিল দামুড়হুদা উপজেলার হরিশ্চন্দ্রপুর নতুন পাড়ার মৃত ওসমান গনির ছেলে।
মামলার বিবরণে জানা যায়, ২০১৬ সালের ৮ আগস্ট সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশের একটি দল দামুড়হুদা উপজেলার উজিরপুর মাদ্রাসার সামনে অবস্থান নেয়। এ সময় চুয়াডাঙ্গাগামী বিচুলি বোঝায় একটি আলমসাধু তল্লাশি করে নিষিদ্ধ ভারতীয় ১০০ বোতল ফেনসিডিল উদ্ধার করে। এ ঘটনায় জেলা গোয়েন্দা পুলিশের এসআই আমির আব্বাস বাদী হয়ে ২জনের নামে দামুড়হুদা থানায় মামলা দায়ের করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই বজলুর রহমান একই বছরের ১১ অক্টোবর আদালতে ৩ জনের নামে চার্জশিট দাখিল করেন।
এ মামলায় ১০ জন সাক্ষীর মধ্যে ৭ জনের সাক্ষ্য গ্রহণ শেষে চুয়াডাঙ্গা অতিরিক্ত জেলা ও দায়রা জজ-১ম আদালতের বিচারক এ রায় ঘোষণা করেন।