দামুড়হুদায় বিশ্ব তামাক মুক্ত দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

দামুড়হুদা অফিস
দামুড়হুদায় বিশ্ব তামাক মুক্ত দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকাল সাড়ে ১০ টার দিকে উপজেলা প্রশাসনের আয়োজনে প্রথমে পরিষদ চত্বর থেকে র‌্যালি বের হয়। র‌্যালি শেষে পরিষদের সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা তিথি মিত্রের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা হেলেনা আক্তার লিপা, কৃর্ষি কর্মকর্তা শারমিন আক্তার, উপজেলা বিএনপির সভাপতি মনিরুজ্জামান মনির, দামুড়হুদা প্রেসক্লাবের সভাপতি শামসুজোহা পলাশ, মহিলা বিষয়ক কর্মকর্তা হোসনে জাহানসহ মাধ্যমিক পর্যায়ের বিভিন্ন স্কুল থেকে আগত ছাত্রছাত্রী বৃন্দ।
অনুষ্ঠানে বিশ্ব তামাকমুক্ত দিবস উপলক্ষে তামাক বিরোধী রচনা প্রতিযোগিতায় দামুড়হুদা সরকারি পাইলট হাইস্কুলের ৮ম শ্রেনীর ছাত্র রিয়াদুল ইসলাম ১ম, দামুড়হুদা পাইলট গার্লস স্কুল এ্যান্ড কলেজের ১০ম শ্রেনীর ছাত্রী তাজিন জান্নাত স্বর্ণা ২য় এবং দামুড়হুদা সরকারি পাইলট হাইস্কুলের ৬ষ্ঠ শ্রেনীর ছাত্র তাহমিদ ইসলাম ৩য় স্থান অধিকারীকে পুরস্কৃত করা হয়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *