মেহেরপুর অফিস
মেহেরপুরের গাংনী উপজেলার বামন্দী চেরাগী পাড়া থেকে সেন্টু(৪০) নামের এক ব্যাক্তিকে আটক করেছে বাংলাদেশ সেনা বাহিনীর একটি টীম। গত মঙ্গলবার দিবাগত রাতে তাকে তার নিজ বাড়ি থেকে আটক করা হয়। এসময় তার হেফাজতে থাকা ২৩০ পিস ইয়াবা, ১০২টি ট্যাপেন্টাডল ট্যাবলেট ও ৫টি মোবাইল ফোন জব্দ করা হ
সেন্টু ঐ গ্রামের ছবগুল হোসেনের ছেলে। সেনাবাহিনীর দাবী, সেন্টু একজন চিহ্নিত মাদক কারবারী। তাকে গাংনী থানায় সোপর্দ করা হয়েছে। মেহেরপুর সেনা ক্যাম্পের মেজর ফজলে রাব্বি এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, সেন্টুর বাড়িতে ইয়াবা ও টাপেন্টাডল ট্যাবলেট পাচারের উদ্দেশ্যে জমা রেখেছে মর্মে সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। এসময় তার হেফাজতে থাকা ২৩০ পিস ইয়াবা, ১০২টি ট্যাপেন্টাডল ট্যাবলেট পাওয়া যায়। জব্দ করা হয় তার ব্যবহৃত ৫টি মোবাইল ফোন। তাকে গাংনী থানায় সোপর্দ করা হয়।
গাংনী থানা ভারপ্রাপ্ত অফিসার ইনর্চাজ (ওসি) বানী ইসরাইল জানান, সেন্টুর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করে মেহেরপুর আদালতে প্রেরণ করা হয়েছে।
ইয়াবাসহ গাংনীর চিহ্নিত মাদক কারবারী সেন্টু আটক
