স্টাফ রিপোর্টার
মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় ১১ বাংলাদেশী নারী-পুরুষকে আটক করা হয়েছে। গত বুধবার বিজিবি পৃথক ৪টি স্থানে অভিযান চালিয়ে বাংলাদেশী নাগিরিকদের আটক করে। এদের বাড়ি বাগেরহাট, মাদারীপুর ও যশোর জেলায়। আটককৃতদের জীবননগর ও মহেশপুর থানায় সোর্পদ করা হয়ে
৫৮ বিজিবির সহকারী পরিচালক মোহাম্মদ সাইফুল ইসলাম প্রেসবিজ্ঞপ্তিতে জানান, বুধবার সন্ধ্যা ৭ টার দিকে বাঘাডাংগা বিওপি’র সীমান্ত পিলার-৬০/৩৩-আর হতে ১ কিঃ মিঃ বাংলাদেশের অভ্যন্তরে কাঞ্চনপুর গ্রামে হাবিঃ সাইফুর রহমানের নেতৃত্বে নিয়মিত টহল পরিচালনা করে অবৈধভাবে বাংলাদেশ হতে ভারতে প্রবেশ করার সময় ২ বাংলাদেশীকে আটক করা হয়। এদের মধ্যে ১ জন ও ১ জন নারী। আটক পুরুষে নাম প্রভাস মন্ডল (৪৮), বাড়ী বাগেরহাট জেলার কিত্তনখালী গ্রামে। একই দিন বিকাল সাড়ে ৫ টার দিকে বেনীপুর বিওপি’র সীমান্ত পিলার-৬১/৪-এস হতে ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বেনীপুর গ্রামে নায়েক মোঃ মশিয়ার রহমান এর নেতৃত্বে নিয়মিত টহল পরিচালনা করে অবৈধভাবে বাংলাদেশ হতে ভারতে প্রবেশ করার সময় ১ জনকে আটক করা হয়। আটক ব্যক্তি মৃনাল মন্ডল (২৭), বাড়ী মাদারীপুর জেলার চরফতে বাহাদুর গ্রামে। এদিকে বেলা ২টার দিকে শ্রীনাথপুর বিওপি’র সীমান্ত পিলার-৬১/১০-আর হতে ২ কিঃ মিঃ বাংলাদেশের অভ্যন্তরে গুড়দাহ গ্রামের আব্দুল মজিদ এর বাঁশ বাগানের মধ্যে হতে নায়েব সুবেদার আঃ সালাম এর নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। এ সময় অবৈধভাবে বাংলাদেশ হতে ভারতে যাওয়ার সময় ৩ জনকে আটক করা হয়। এদের মধ্যে ১ জন পুরুষ ও ২ জন নারী। আটক পুরুষের নাম রেজাউল ইসলাম (৩০) । তার বাড়ি যশোর জেলার বাঘারপাড়া থানার কেশবপুর গ্রামে। বিকাল ৫টার দিকে পলিয়ানপুর বিওপি’র সীমান্ত পিলার-৬০/২৬-আর হতে ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে পলিয়ানপুর গ্রামের মোঃ রিহমের কলা বাগানের মধ্যে নায়েব সুবেদার মোঃ উবাইদুল্লাহ নিয়মিত টহল পরিচালনা করেন। এ সময় অবৈধভাবে বাংলাদেশ হতে ভারতে যাওয়ার সময় ৫ জন বাংলাদেশীকে আটক করা হয়। এদের মধ্যে পুরুষ ২ জন, নারী ২ জন ও শিশু ১ জন। আটককৃতরা হলো মুজাহিদ হোসেন (২৭) ও মোঃ আব্দুল আলিম (২২)।
মহেশপুর সীমান্তে ১১ বাংলাদেশী নারী-পুরুষ আটক
