নির্ধারিত সময়ে চুয়াডাঙ্গার ফ্লাইওভার নির্মাণ কাজ শেষ হচ্ছে না!

চুয়াডাঙ্গায় জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত


স্টাফ রিপোর্টার


চুয়াডাঙ্গায় জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার সকাল ১০টায় জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভাটি অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলাম সভায় সভাপতিত্ব করেন। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মিজানুর রহমানের সঞ্চালনায় সহকারী কমিশনার আশফাকুর রহমান বিগত এপ্রিল মাসের সকল দপ্তরের অগ্রগতি বিষয়ে সিদ্ধান্তসমূহ পাঠ করেন।

সভাপতির ভাষনে জেলা প্রশাসক জহিরুল ইসলাম বলেন, আমরা দীর্ঘক্ষণ বিভিন্ন ডিপার্টমেন্টের বিভিন্ন ইস্যু নিয়ে আমরা আলোচনা করেছি, আন্তদপ্তরের যে একটা সম্বন্বয় সাধনের চেষ্টা করেছি। আমরা সামনের দিনগুলোতে আরো সুন্দরভাবে কাজ করব। বিশেষ করে সামনে ঈদ-উল আযহা, ১০ দিনের লম্বা ছুটি রয়েছে। ছুটির মধ্যে দপ্তরের নিরাপত্তার বিষয়টি আপনারা দপ্তর প্রধান হিসাবে এনসিওর করবেন। সরকার মানুষের সেবা দৌড়গোড়ায় পৌছে দিতে এক ঠিকানায় সব কিছু নিয়ে হাজির হয়েছেন। সেটা হচ্ছে সু মড়া প্লাট ফরম। এখানে ক্লিক করলেই আপনি চাকুরী থেকে নিয়ে সব কিছুরই আবেদন করতে পারবেন।


ফ্লাইওভার বিষয়ে জেলা প্রশাসক বলেন, বর্তমানে সড়কে কোরবানি গরুবাহী গাড়ীসহ সাধারন মানুষের চাপ বাড়বে। রেলগেট এলাকায় রাস্তাটি খুব শরু। এখানে যানজট তৈরী হয়। এই রাস্তাটি যদি ভাঙ্গাচোরা থাকে তাহলে মানুষের দূর্ভোগ আরো বেড়ে যায়। সেই করনে ফ্লাইওভার এলাকার রাস্তাটি মেরামত করে যানবাহন চলাচলের উপযোগী করার তাগিদ দেন। এছাড়াও ডিপিপি সংশোধন না হওয়ায় ফøাইওভার নির্মাণ কাজের মেয়াদ বৃদ্ধি পেতে পারে।

পুলিশ সুপার খন্দকার গোলাম মওলা বিপিএম সেবা বলেন, সামনে ঈদ বড় ছুটি থাকবে। ব্যাংক, বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান, দোকান পাট, অনেক দিন বন্ধ থাকবে। পুলিশের যাবতীয় কার্যক্রম থাকবে। সাথে সাথে আপনাদের নিজস্ব নিরাপত্তার বিষয়টি নজর রাখবেন। যাতে আপনাদের প্রতিষ্টানগুলো চুরি, ডাকাতি সংগঠিত হতে না পারে। নিজেরা একটু নিবেন, সাথে সাথে আমরাও ব্যবস্থা নিবো।


সিভিল সার্জন ডা. হাদী জিয়াউদ্দিন আহমেদ বলেন, প্রথমবারের মত সিভিল সার্জন সম্মেলন হয়েছে। সিভিল সার্জন সম্মেলনে আমরা ২টি বিষয় চেয়েছিলাম। একটি সারাদেশের ন্যায় চুয়াডাঙ্গায় তীব্র চিকিৎসক সংকট চলছে। ৭০-৭৫ ভাগ পদশূন্য। সেখানে আমাদের আশ^াস দেয়া হয়েছে সেপ্টেম্বরে মধ্যে নিয়োগ প্রক্রিয়া শুরু হবে। খুব দ্রুত ৩ হাজার ডাক্তার নিয়োগ হবে। কর্মস্থলে ডাক্তারদের নিরাপত্তার বিষয়টা আমরা চেয়েছি। বিভিন্ন হাসপাতালে ডাক্তাররা লাঞ্চিত হচ্ছেন। রোগী ও স্বজনেরা কাঙ্খিত সেবা না পেয়ে তারা এটা করছে। আমরা হাসপাতালে আনসার নিয়োগের কথা বলেছি। জেলা সদর ও উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সগুলোতে পর্যাপ্ত ঔষধ সরবরাহ রয়েছে। মেডিকেল অফিসারদের বদলী এখন বিভাগীয় কর্মকর্তারা করতে পারবেন। ঈদুল আযহার ছুটির মধ্যে স্বাস্থ্য সেবা নিশ্চিত করার জন্য বিভিন্ন পদক্ষেপ আমরা গ্রহণ করেছি।


জেলা প্রাণীসম্পদ কর্মকর্তা সাহাবুদ্দিন বলেন, আসন্ন কোরবানীতে জেলায় ৫১ হাজার গরু, ১ লাখ ৪৪ হাজার ছাগল ও ৩ হাজার ৯শ টি ভেড়া রয়েছে। যা চুয়াডাঙ্গার চাহিদা মিটিয়ে বাইরে পাঠানো যাবে। এ জেলায় মোট কোরবানীর পশুর চাহিদা রয়েছে ১ লাখ ২৪ হাজার। কোরবানীর পশু চামড়া সরকারী নির্ধারিত মূল্যে কেনার জন্য ব্যবসায়ীদের প্রতি আহবান জানানো হয়।


উপজেলা নির্বাচন কর্মকর্তা রাহুল রায় বলেন, বাড়ি বাড়ি গিয়ে নতুন ভোটার তালিকা প্রনয়নের কাজ শেষ হয়েছে। আমাদের লক্ষমাত্রা ছিলো নতুন ভোটার হবে ৫ ভাগ। আমাদের নতুন ভোটার হয়েছে ৪.৯২ ভাগ। তবে সারা বছরই অফিসে নতুন ভোটার হওয়ার কার্যক্রম চালু রয়েছে।


বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মূখ্য সচিব সজীবুল ইসলাম বলেন, এবারও অনেক সরকারী দপ্তর তাদের মাসিক প্রতিবেদন জমা দেননি। মাসিক প্রতিবেদন না দিলে আমরা কেমন করে বুঝবো সেই অফিস কি কাজ করছে। এ ছাড়া তিনি পাসপোর্ট, বিআরটিএ, রেজিস্ট্রি অফিসগুলোতে দৃশ্যমান জায়গায় কোন সেবা পেতে কি খরচ সেটা বড় করে লিখে রাখার আহবান জানান। যাতে সাধারন মানুষ ভোগান্তির স্বীকার না হয়।


এর মধ্যে স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে জেলা ও উপজেলা হাসপাতাল সমূহে চিকিৎসক এবং সহায়ক কর্মচারীর সংকট নিরসনে উদ্ধতন কর্তৃপক্ষের কাছে পত্র প্রেরন করা হয়েছে বলে জানানো হয়। এছাড়াও হাসপাতালে ফ্যান, লাইট, কমোডের পরিবর্তে প্যান বসানো ও অক্সিজেন ব্যবস্থা সচল রাখার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার কাজ চলমান রয়েছে। পৌরসভার রাস্তা-ঘাট, বাজার সমুহ পরিস্কার, আবাসিক এলাকায় সেখানে সেখানে ময়লা যেন পড়ে না থাকে সেই বিষয়টি তদারকি করা হচ্ছে। এর বাইরে চুয়াডাঙ্গা শহরে বড় বাজারে থানা মসজিদের পাশে পাবলিক টয়লেট নির্মাণ করা হবে বলে জানানো হয়। যতদিন এ টয়লেটটি নির্মাণ না হচ্ছে না ততদিন নিজের বাজারের টয়লেটটি মেরামত করে ব্যবহারের নির্দেশনা দেয়া হয়। রেলবাজার রেলগেটে নির্মাণাধীন ফ্লাইওভার নির্মান কাজ চলমান রয়েছে। জমি অধিগ্রহণের কাজ শেষ না হওয়ায় কাজে কিছুটা বাধাগ্রস্থ হচ্ছে। ডিপিপি রিভাইসের জন্য মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। রিভাইস হয়ে আসলে জমি অধিগ্রহণ করা হবে।


সভায় সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. বিদ্যুৎ কুমার বিশ^াস, আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার শেখ মেহেদী ইসলাম, সদর উপজেলা নির্বাহী অফিসার এম সাইফুল্লাহ, জীবননগর নির্বাহী অফিসার মো. আল-আমীন, দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার তিথি মিত্র, কৃত্রিম প্রজননের উপ পরিচালক ডা. শামিমুজ্জামান, এলজিইডির নির্বাহী প্রকৌশলী জাহাঙ্গীর আলম, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক মাসুদুর রহামান সরকার, জেলা সঞ্চয় অফিসার নজরুল ইসলাম, জেলা মৎস্য কর্মকর্তা দীপক কুমার পাল, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক (অ.দা.) মাকসুরা জান্নাত, পাসর্পোটের উপ-সহকারি পরিচালক এস এম জাকির হোসেন, শিশু বিষয়ক কর্মকর্তা আফসানা ফেরদৌস, জেলা তথ্য কর্মকর্তা শিল্পী মন্ডল, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপ-পরিচালক দীপক কুমার সাহা, টিটিসির অধ্যক্ষ মো. মুছাবেরুজ্জামান, চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বিপুল আশরাফ, সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক সিদ্দিকা সোহেলী রশীদ, এনএসআই সহকারি পরিচালক খলিলুর রহমান, ওজোপাডিকোর নির্বাহী প্রকৌশলী আহসান হাবিব, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার অহীদ্র কুমার মন্ডলসহ সরকারি সকল দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *