আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের ভবিষ্যৎ আলমডাঙ্গায় নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে শরীফুজ্জামান শরীফ

আলমডাঙ্গা অফিস

আলমডাঙ্গা সরকারি কলেজের শিক্ষার্থীদের উদ্যোগে বিদায় সংবর্ধনা ও নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সকাল দশটার দিকে সরকারি কলেজ মিলায়নতনে অনুষ্ঠিত সংবর্ধনা সভায় সভাপতিত্ব করেন আলমডাঙ্গা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ডঃ মোহাম্মদ মফিজুর রহমান। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক শরীফুজ্জামান শরীফ।

তিনি তার বক্তব্যে বলেন, শিক্ষা ছাড়া কোন জাতি উন্নতি করতে পারে না। আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের ভবিষ্যৎ। তোমারই পারবে জাতিকে উচ্চ শিখরে পৌঁছে দিতে। দেশ ও জাতিকে বিশ্বের দরবারে মাথা উঁচু করে তুলবে আমাদের এই শিক্ষা ব্যবস্থা।

এছাড়াও বিশেষ অতিথি ছিলেন, বিএনপির সাংগঠনিক সম্পাদক ফরিদুল ইসলাম শিপলু, জেলা ছাত্রদলের সভাপতি শাজাহান খান, সাধারণ সম্পাদক মোমিনুর রহমান মোমিন মালিথা, সহকারী অধ্যাপক আব্দুল মোনয়েম, সহকারী অধ্যাপক সাইফুর রহমান, সরকারি অধ্যাপক মহিতুর রহমান। সরকারি কলেজ শিক্ষক পরিষদের ডেপুটি সেক্রেটারি ডঃ মোহাম্মদ মাহবুব আলমের পরিচালনায় বক্তব্য রাখেন প্রভাষক আব্দুল মালেক বিদায়ী শিক্ষার্থী আরাফাত রহমান শিশির। অনুষ্ঠানের শুরুতে নবাগত  শিক্ষার্থীদের পুষ্প প্রদানের মাধ্যমে বরণ করে নেওয়া। অতিথি বৃন্দের ফুলেল শুভেচছা ও ব্যাচ প্রদান। সন্মাননা ক্রেষ্ট প্রদান।

বিদায়ী শিক্ষার্থীদের কে গেঞ্জি ও উপহার সামগ্রী প্রদান, কুইজ ও লটারী প্রতিযোগিতার আয়োজন করা। উল্লেখ্য, নবীন বরণ ও সংবর্ধনা অনুষ্ঠানের দ্বিতীয় অংশে গান, আবৃত্তি, নাটক ও কৌতুক সহ বিভিন্ন মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *