আলমডাঙ্গায় পৌর জামায়াতের মাসিক সাংগঠনিক সভা অনুষ্ঠিত

আলমডাঙ্গা অফিস

আলমডাঙ্গা পৌর জামায়াতের মাসিক সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার সকাল সাতটায় আলমডাঙ্গা পৌর অফিসে জামায়াতে ইসলামী আলমডাঙ্গা পৌর শাখার আমীর মাহের আলীর সভাপতিত্বে মাসিক সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়। মেহমান হিসেবে উপস্থিত ছিলেন- চুয়াডাঙ্গা জেলা কর্মপরিষদ সদস্য আলতাফ হোসাইন, জেলা জামায়াতের যুব বিভাগের সভাপতি নূর মোহাম্মদ হোসাইন টিপু। ওয়ার্ড সভাপতি, সেক্রেটারী বৃন্দ গত এপ্রিল মাসের সাংগঠনিক রিপোর্ট পেশ করেন, পর্যালোচনা করেন জেলা যুব বিভাগের সভাপতি নূর মোহাম্মদ টিপু।

তিনি বলেন- পৌর শাখার প্রতিটি ওয়ার্ডে ভোট কেন্দ্র ভিত্তিক শক্তিশালী সাংগঠনিক কাঠামো গড়ে তুলতে হবে এবং সেই সাথে জামায়াতের নেতা কর্মীদের সাংগঠনিক দক্ষতা ছাড়াও সাধারণ মানুষের কল্যাণে কাজ করার লক্ষে সামাজিক কর্মকাণ্ডে নিয়োজিত থাকতে হবে। পৌর শাখার তদারককারী আলতাফ হোসাইন বলেন জামায়াত কর্মী মানে সমাজ কর্মী এ কথা প্রমাণ করতে হলে নিজেদেরকে দেশের সম্পদে পরিণত করতে হবে, আর দেশের সম্পদ তাঁরাই হতে পারে যারা আর্তমানবতার সেবায় নিজেকে নিয়োজিত থাকতে হবে। জামায়াত সেই লক্ষ্যে সারা দেশে নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে ।

এছাড়াও পৌর শাখার  সাবেক আমীর মীর আব্দুল জলিল, পৌর সেক্রেটারী মাওলানা মুসলিম উদ্দিন, সহকারী সেক্রেটারী সাইফুল্লাহ হাসান, আশকার আলী, মাওলানা আব্দুল হান্নান, মাওলানা শফীউদ্দিন, গোলাম রহমান বাবলু, মাওলানা আশরাফুল আলম, মাওলানা হাসমত উল্লাহ, প্রভাষক মোশাররফ হোসাইন, প্রভাষক আঃ রহমান, আঃ কুদ্দুস, আঃ লতিফ, সামসুল আরেফিন রিপন, হায়াত আলি, আব্দুল মান্নান, মাওলানা আবু হানিফ, মাওলানা গোলাম  মুক্তাদির, মাওলানা হযরত আলী সহ পৌর শাখার সকল ওয়ার্ডের সভাপতি সেক্রেটারী বৃন্দ উপস্থিত ছিলেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *