কোটচাঁদপুরের আলোচিত ইউপি সদস্য ও ভাংচুর মামলার আসামি বিপ্লব পুলিশের হাতে আটক

কোটচাঁদপুর প্রতিনিধি

কোটচাঁদপুরের আলোচিত ইউপি সদস্য ও ভাংচুর মামলার আসামি বিপ্লব পুলিশের হাতে আটক হয়েছে। (৩২)কে। (১০মে) শনিবার রাতে উপজেলার ফুলবাড়ি কদমতলা পাড়ার ইখলাচের চায়ের দোকান থেকে তাকে আটক করেন থানা পুলিশ। সংশ্লিষ্ট সুত্রে জানা যায়,গত বছরের ৪ঠাআগষ্ট  কালিগঞ্জ থানায় ঈগল পরিবহন কাউন্টার ভাঙচুরের ঘটনা ঘটে। ওই ঘটনায় থানায় মামলা হয়। সেই মামলায় বিপ্লব হোসেন কে আটক করেন মডেল থানা পুলিশ।পরে তাকে কালিগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। বিপ্লব হোসেন, কোটচাঁদপুর উপজেলার বলুহর ইউনিয়নের ৩ নাম্বার ওয়ার্ডের বর্তমান ইউপি সদস্য। সে ওই গ্রামের শুকুর আলীর ছেলে। শুকুর আলী বলেন,আমার তিন ছেলে এক মেয়ে। তাদের মধ্যে বিপ্লব সবার ছোট। সে এই ওয়ার্ডের মেম্বর ছিল । তবে তাঁর নামে কোন মামলা আছে বলে জানা নাই। শনিবার রাতে আমাদের এই বাজার থেকে তাকে নিয়ে যায় পুলিশ থানায়। এরপর আমার মেয়ে আর বউমা তাকে দেখতে থানায় গিয়েছিল। পুলিশ তাদের বলেছেন বিপ্লবকে কালিগঞ্জ থানায় পাঠিয়ে দিয়েছি। আপনারা  ওই থানায় খোঁজ করেন। বিপ্লব হোসেনের নাম কোটচাঁদপুর থানায় কোন মামলা নাই। তিনি কালিগঞ্জ থানার একটি মামলার আসামি। আমরা তাকে গ্রেফতারে করতে সহযোগিতা করেছি মাত্র। তথ্যটি নিশ্চিত করেন,কোটচাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন মাতুব্বর। কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম হাওলাদার এর কাছে  জানতে চাইলে তিনি বলেন,কোটচাঁদপুর থানা পুলিশ আটক  করে আমাদের কাছে হস্তান্তর করেছেন। গত বছর ৪ আগষ্ট কালিগঞ্জ থানার ঈগল পরিবহনের কাউন্টার ভাংচুর মামলায় তাকে আদালতে পাঠানো হয়েছে। 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *