বোয়ালমারীতে ট্রাক ও ইজিবাইকের সংঘর্ষে ৬ বছরের শিশু নিহত

স্টাফ রিপোর্টার

চুয়াডাঙ্গার বোয়ালমারিতে ট্রাক ও ইজিবাইকের সংঘর্ষে ছয় বছরের শিশু এলমা খাতুন চাঁদনী(৬) নিহত হয়েছে। শনিবার বিকাল ৫ টায় চুয়াডাঙ্গা সদর উপজেলার বোয়ালমারী সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত এলমা খাতুন চাঁদনী আলমডাঙ্গা উপজেলার পোলতাডাঙ্গা গ্রামের ছানোয়ার হোসেনের মেয়ে।

জানা যায়, নিহত এলমা পরিবারের সাথে ইজিবাইকযোগে অসুস্থ দাদীকে দেখতে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে আসছিল। এ সময় ইজিবাইকটি বোয়ালমারী পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সাথে ধাক্কা লাগে। তৎক্ষণাৎ ইজিবাইক থেকে রাস্তায় ছিটকে পড়ে যায় এলমা। এতে মাথায় আঘাত পেয়ে ঘটনাস্থলে মারা যান তিনি। এই ঘটনায় আহত হয়েছেন চুয়াডাঙ্গা শহরের সিএন্ডবি পাড়ার ইব্রাহিমের স্ত্রী জ্যোতি খাতুন(২৫)। 

নিহতের চাচাতো ভাই মুকুল হোসেন জানান, আলমডাঙ্গা থেকে ব্যাটারিচালিত ইজিবাইকযোগে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে আসছিল। পথিমধ্যে বোয়ালমারী নামক স্থানে বিপরিত দিক থেকে আসা ট্রাকের ধাক্কায় ছিটকে পড়ে যায় এলমা। পরে তার মাথায় আঘাত পায়। পরে আমরা তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) খালেদুর রহমান বলেন, আমরা জানতে পেরেছি চুয়াডাঙ্গার বোয়ালমারী সড়কে ট্রাকের সাথে ইজিবাইকের ধাক্কায় এক শিশু মারা গেছে। তবে নিহতের পরিবার থেকে এখনো কোন অভিযোগ আসেনি। অভিযোগ আসলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *