জীবননগর অফিস
জীবননগর শহরে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য প্রার্থী হাসানুজ্জামান সজিব গণসংযোগ করেন। শনিবার বিকালে হতে সন্ধ্যা পর্যন্ত শহরের বিভিন্ন এলাকায় হাত পাখা প্রতীকের প্রার্থী সজিব গণসংযোগ করেন।
গণসংযোগে উপস্থিত ছিলেন- ইসলামী আন্দোলন বাংলাদেশ জীবননগর উপজেলা শাখার সভাপতি মাওঃ সাজেদুর রহমানসহ পৌর কমিটির নেতৃবৃন্দ। গণসংযোগ কালে হাসানুজ্জামান সজিব এলাকার বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম, শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান এবং সামাজিক সুরক্ষার বিষয়ে তার দলের পরিকল্পনা তুলে ধরেন। তিনি বলেন, আমি জনগণের জন্য কাজ করতে এসেছি, আমার লক্ষ্য জনগণের সেবা করা। তাদের জীবনমান উন্নয়ন করা। দেশের বর্তমান পরিস্থিতি এবং জনগণের প্রয়োজনীয়তার কথা চিন্তা করে, ইসলামী আন্দোলন বাংলাদেশ জনগণের সেবায় নিজেদের দায়িত্ব পালন করবে। আমরা সকল শ্রেণীর মানুষের জন্য কাজ করতে চাই। আমাদের লক্ষ্য সবার উন্নয়ন এবং শান্তিপূর্ণ সমাজ গঠন করা। সেই লক্ষ্য বাস্তবায়নের জন্য তিনি সবার কাছে হাতপাখা মার্কায় ভোট চান ।


