স্টাফ রিপোর্টার
‘দক্ষ জনশক্তি -দেশ গঠনের মূল ভিত্তি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে চুয়াডাঙ্গায় ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ এর ৫৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। গণপ্রকৌশল দিবস ২০২৫ উপলক্ষে চুয়াডাঙ্গায় বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সকাল ১০ টায় চুয়াডাঙ্গা পুরাতন হাসপাতাল পাড়া আইডিইবি কার্যালয়ে এ প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়। কার্যালয়ের সামনে থেকে সকাল ১০টায় একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি শহরের বড়বাজার হাসান চত্বর হয়ে কবরী রোড হয়ে কোটমোড় ঘুরে আবার একই স্থানে এসে শেষ হয়। র্যালি শেষে আইডিবির কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি টিটিসির অধ্যক্ষ মুছাব্বেরুজ্জামান বলেন, বাংলাদেশের অন্যতম পেশাজীবী একটি সংগঠন হলো আইডিইবি। এখানে তরুণ যুবকদেরকে দক্ষ মানবসম্পদে রূপান্তরিত করা হয়। ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ অনেক ত্যাগ তিতিক্ষার ফলে এ পর্যায়ে আসতে পেরেছে। আমাদের দাবি আদায়ের জন্য বহুবার আমাদের আন্দোলন করতে হয়েছে। তারপরেই সংগঠনটি এ পর্যায়ে আসতে পেরেছে। আমরা যা সরকারি সুযোগ-সুবিধা পেয়েছি তা আমাদের দাবি আদায়ের আন্দোলনের মাধ্যম দিয়ে পূরণ হয়েছে। কিন্তু বর্তমানে একটি প্রতিপক্ষ গ্রুপ আমাদের এই দাবির বিপক্ষে কাজ করছে। বাংলাদেশে দক্ষ মানবসম্পদ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে আইডিবি। তাই আমাদের সকলের উচিত এর পক্ষে কাজ করা।
এ সময় আরো উপস্থিত ছিলেন, উপ-সহকারী প্রকৌশলী রফিকুল হক, পানি উন্নয়ন বোর্ডের সহকারী প্রকৌশলী মোঃ শফিকুর রহমান, চুয়াডাঙ্গা আর্কিটেক্ট হোম এর কর্মকর্তা মোঃ আমজাদ হোসেন জনি প্রমুখ।



