চুয়াডাঙ্গা জেলা শিল্পকলা একাডেমির মুক্তমঞ্চে মতবিনিময় সভায় শরীফুজ্জামান শরীফ

স্টাফ রিপোর্টার

চুয়াডাঙ্গা জেলা শিল্পকলা একাডেমির মুক্তমঞ্চে বিএনপির আয়োজনে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বাদ এশা জেলা শিল্পকলা একাডেমী মুক্ত মঞ্চে চুয়াডাঙ্গা শহরের পোস্ট অফিস পাড়া, বাজার পাড়া, মুক্তিপাড়া ও শেখপাড়ার প্রায় পাঁচ শতাধিক বাসিন্দাকে নিয়ে এক বিশাল মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। পৌর এলাকার এই গুরুত্বপূর্ণ পাড়াগুলোর বাসিন্দাদের সাথে প্রার্থীর এই সরাসরি সংযোগ তৈরি হওয়ায়, তাদের মধ্যে ব্যাপক উদ্দীপনা দেখা যায়। সভায় উপস্থিত সাধারণ মানুষজন শহরের বিভিন্ন সমস্যা, নাগরিক সেবার অভাব এবং অর্থনৈতিক কষ্টের কথা প্রার্থীর কাছে তুলে ধরেন।

সভায় প্রধান অতিথির বক্তব্যে মো: শরীফুজ্জামান শরীফ জনগণের আবেগ ও ৩১ দফার মাধ্যমে নাগরিক সুযোগ-সুবিধা নিশ্চিত করার অঙ্গীকার তুলে ধরেন। তিনি বলেন, ‘আমার চুয়াডাঙ্গা শহরের ভাই ও বোনেরা, আমার পোস্ট অফিস পাড়া, বাজার পাড়া, মুক্তিপাড়া ও শেখপাড়ার মুরব্বি এবং তারুণ্যের শক্তি! আপনারা জানেন, আমাদের এই শহরটি জেলার প্রাণকেন্দ্র হওয়া সত্ত্বেও নাগরিক সেবার ক্ষেত্রে কতটা পিছিয়ে আছে। আপনারা আমাকে যে ভালোবাসা দিয়েছেন, তা বৃথা যেতে দেব না। আমি আপনাদের কাছে কোনো মিথ্যা স্বপ্ন দেখাতে আসিনি, এসেছি বাস্তবতার নিরিখে এই শহরের ভাগ্য বদলাতে।’ তিনি আরও বলেন, ‘আমাদের নেতা তারেক রহমান দেশের জনগণের অর্থনৈতিক মুক্তি এবং গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য ৩১ দফা রাষ্ট্র কাঠামো সংস্কার রূপরেখা দিয়েছেন। এই ৩১ দফা শুধু গ্রামের কৃষকের জন্য নয়, আমাদের শহরের ব্যবসায়ীদের জন্য, শ্রমিকদের জন্য, আর আপনাদের মতো সুবিধা বঞ্চিত সাধারণ মানুষের জন্যও গ্যারান্টি। ৩১ দফায় আমরা ওয়াদা করেছি স্থানীয় সরকার ব্যবস্থাকে শক্তিশালী করা হবে, যাতে আপনাদের নাগরিক সেবার জন্য আর কারো দিকে তাকিয়ে থাকতে না হয়। সঠিক পরিকল্পনা ও স্বচ্ছতা নিশ্চিত করে চুয়াডাঙ্গা পৌরসভাকে আধুনিক ও জনবান্ধব করা হবে।” ‘আপনারা বিশ্বাস রাখুন আমি আপনাদের পাশে ছিলাম, আছি এবং ইনশাআল্লাহ বিজয়ী হওয়ার পরও আপনাদের সেবা করব। এইবার শুধু একটি কাজ করুন আপনাদের মূল্যবান ভোটের মাধ্যমে ধানের শীষকে বিজয়ী করে আনুন। ইনশাআল্লাহ, চুয়াডাঙ্গা হবে বাংলাদেশের অন্যতম মডেল শহর।’

চুয়াডাঙ্গা জেলা দোকান মালিক সমিতির সদস্য সচিব সুমন পারভেজ খানের সঞ্চালনায় অনুষ্ঠিত এই সভায় আরও উপস্থিত ছিলেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক মাহমুদুল হক পল্টু, জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর অ্যাড. মারুফ সরোয়ার বাবু, ডা. ওয়াহিদ মাহমুদ রবিন, শাবৃু মিয়া, কালু শেখ, কামরুল, হাসান, মাবুদ, মিশাত, শরিফ, আকুবর, আনু, আকরাম, আসলাম, বাবুল, আব্দুর রব, বিদ্যুত, নিশান, শফিউদ্দীন, রোকন মিয়াসহ পাড়া চারটির প্রায় পাঁচ শতাধিক এলাকাবাসী।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *