তিতুদহ ইউনিয়ন বিএনপির কার্যালয়ের সামনে থেকে বোমা সাদৃশ্য বস্তু উদ্ধার

নিশান মিয়া, তিতুদহ

চুয়াডাঙ্গা সদর উপজেলার দর্শনা থানার অন্তর্ভুক্ত তিতুদহ ইউনিয়ন বিএনপির কার্যালয়ের সামনে থেকে একটি বোমা সাদৃশ্য বস্তু উদ্ধার করেছে পুলিশ। গতকাল শুক্রবার দুপুর ১২টার দিকে পুলিশ বোমা সাদৃশ্য বস্তুটি উদ্ধার করে।

জানা গেছে, চুয়াডাঙ্গা সদর উপজেলার দর্শনা থানার অন্তর্ভুক্ত তিতুদহ ইউনিয়ন বিএনপির কার্যালয় অবস্থিত ইউনিয়নের গিরিশনগর বাজারে। গতকাল দুপুর ১২ টার দিকে বিএনপির ইউনিয়ন কার্যালয়ের সামনে একটি বোমা সাদৃশ্য বস্তু পরিত্যক্ত অবস্থায় পড়ে ছিলো। ঘটনাটি জানাজানি হলে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে বোমা সাদৃশ্য বস্তুটি উদ্ধার করে একটি বালুভর্তি বালতিতে রাখে। চুয়াডাঙ্গা অতিরিক্ত পুলিশ সুপার জামাল আল নাসের ও দামুড়হুদা সার্কেলের সহকারী পুলিশ সুপার আনোয়ারুল কবীরের উপস্থিতিতে বোমা সাদৃশ্য বস্তুটি উদ্ধার করা হয়।

স্থানীয় ইউপি সদস্য জাহাঙ্গীর হোসেন বলেন, আমরা গত বৃহস্পতিবার সন্ধ্যার পরে বাজারের মাছের হাটে বসে ইউনিয়ন পরিষদের ট্যাক্সের কাজ করছিলাম। এসময় বিএনপির অফিসের সামনে ছোট আকারে বৈদ্যুতিক শটসার্কিটের মত শব্দ হয়।

বিএনপি নেতা আমিরুল ইসলাম মিন্টু জানান, ঘটনাটি সত্য। আমাদের পার্টি অফিসের সামনে বোম পাওয়া গেছে। এ ঘটনায় আতঙ্ক সৃষ্টি হয়েছে। আমরা চাই এই ঘটনা যে বা যারা ঘটাক সুষ্ঠু তদন্তের মাধ্যমে তাদের বিরুদ্ধে প্রশাসন আইনানুগ ব্যবস্থা নিবেন।

অতিরিক্ত পুলিশ সুপার জামাল আল নাসের জানান, ঘটনার পেছনের রহস্য উদঘাটন করার জন্য আমরা তৎপর। দ্রুত আমরা এই ঘটনার সাথে যারা সম্পৃক্ত আছে তাদের সনাক্ত করতে সক্ষম হবো।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *