জীবননগরে স্বর্ণ ছিনতাই মামলায় মিঠু গ্রেফতার

জীবননগর অফিস

জীবননগর উপজেলার সীমান্ত ইউনিয়নে গোয়ালপাড়া গ্রামে ৪৪ ভরি স্বর্ণ ছিনতাই মামলায় একজনকে গ্রেফতার করা হয়েছে। গতকাল মঙ্গলবার উপজেলার সীমান্ত ইউনিয়নের নতুন পাড়া গ্রামে স্বর্ণ ছিনতায় মামলার আসামি মহসিনের পুত্র মিঠু (৪৫) কে গ্রেফতার করা হয়।

                জানা যায়, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মৃত আব্দুল মজিদের পুত্র আকিদুল ইসলাম (৪০) একজন স্বর্ণ ব্যবসায়ী। পুরাতন ঢাকার তাঁতি বাজারে মা বুলিয়া স্টোর এন্ড সিলভার হাউজ নামে তার একটি জুয়েলারি দোকান রয়েছে। সে হিসাবে তিনি বাংলাদেশের বিভিন্ন জায়গায় স্বর্ণ প্রেরণ করেন। পরবর্তীতে জীবননগর পৌরসভার আশতলা পাড়া গ্রামের জুরন মন্ডলের পুত্র শাহজামাল(৩০) কে তার দোকানে কর্মচারী হিসেবে নিয়োগ দেন সেই সাথে তাকে দিয়ে দেশের বিভিন্ন স্থানে জুয়েলারি দোকানের স্বর্ণ পৌঁছে দেন। এরপর গত ২রা নভেম্বর শাহজামাল এর নিকট ৪৪ ভরি ১৩ আনা স্বর্ণ জীবননগর বাজারের এসবি জুয়েলার্স প্রোপাইটার সজীবের নিকট পাঠান। এরপর আবার ওই স্বর্ণ নিয়ে তিনি গোয়ালপাড়ার নিকট পৌঁছালে ছিনতাইকারীরা শাহ জামালের কাছে থাকা সকল স্বর্ণ ছিনতাই করে।

এরপর স্বর্ণের মালিক আকিদুল ইসলাম গত ১০ই নভেম্বর জীবননগর থানায় বাদী হয়ে নতুন পাড়া গ্রামের আয়নালের পুত্র রাসেল হোসেন (২৫), মহসিন এর পুত্র মিঠু (৪৫), হারুন ( ৩২) এবং সাঈদ (৩০) সর্বমোট চারজনের বিরুদ্ধে  স্বর্ণ ছিনতাই মামলা করেন। এরই ধারাবাহিকতায় জীবননগর থানা পুলিশ নতুন পাড়া গ্রাম হতে মিঠুকে গ্রেফতার করে।

এ বিষয়ে জীবননগর থানার অফিসার ইনচার্জ মামুন হোসেন বিশ্বাস জানান, আকিদুল ইসলাম নামে একজন স্বর্ণ ব্যবসায়ী জীবননগর থানায় উপস্থিত হয়ে একটি স্বর্ণছিনতাই মামলা দায়ের করেন। তারই ধারাবাহিকতায় আমরা মিঠু কে গ্রেপ্তার করি এবং জেল হাজতে প্রেরণ করি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *