চুয়াডাঙ্গায় মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৩

স্টাফ রিপোর্টার

চুয়াডাঙ্গা সদর উপজেলার ডিঙ্গেদহ বাজারে ডিবি পুলিশের মাদকবিরোধী অভিযানে ২৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। গতকাল রোববার বেলা সাড়ে ৩টার দিকে এ অভিযান পরিচালিত হয়। এ সময় ইয়াবা সহ ৩ জনকে গ্রেফতার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, নেহালপুর ইউনিয়নের বোয়ালিয়া গ্রামের রইস উদ্দিনের ছেলে আনোয়ার হোসেন সুমন (২৮), একই গ্রামের ইউসুফ আলীর ছেলে ছেলে ইসমাইল আহমেদ সোহাগ (২৬) এবং জীবননগর উপজেলার মনোহরপুর গ্রামের সিরাজউদ্দৌলার ছেলে আব্দুল (৩৫)।

জেলা ডিবি পুলিশ কর্তৃক এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, চুয়াডাঙ্গা পুলিশ সুপার খন্দকার গোলাম মওলা বিপিএম এর দিকনির্দেশনায় জেলা পুলিশের সকল ইউনিট একযোগে মাদকবিরোধী অভিযান পরিচালনা করছে। তারই ধারাবাহিকতায় জেলা গোয়েন্দা শাখা কর্তৃক মাদকবিরোধী বিশেষ অভিযানে এসআই সৌমিত্র সাহা, এএসআই শ্রী রমেন কুমার সরকার ও এএসআই মোত্তালেব হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে ডিঙ্গেদহ বাজারে অভিযান পরিচালনা করেন। অভিযানে ডিঙ্গেদহ চৌরাস্তার মোড় সংলগ্ন মাসুম হোটেল এন্ড রেস্টুরেন্ট ভিতরের পূর্ব পাশের মহিলা কেবিনের ভেতর থেকে ২৫০ পিস ইয়াবাসহ তিন জনকে গ্রেফতার করা হয়। গ্রেপ্তারকৃত আসামীদের বিরুদ্ধে চুয়াডাঙ্গা সদর থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *