আলমডাঙ্গায় মহান জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার

৭ নভেম্বর ছিল মহান জাতীয় বিপ্লব ও সংহতি দিবস। ১৯৭৫ সালের এই দিনে সিপাহী জনতা কাঁধে কাঁধ মিলিয়ে জিয়াউর রহমান কে বন্দীদশা থেকে মুক্ত করে দেশের ভার তুলে দেন। দিবসটি উপলক্ষে গতকাল রবিবার আলমডাঙ্গা এরশাদ মঞ্চে আলমডাঙ্গা উপজেলা, পৌর ও কলেজ ছাত্রদল এর উদ্যোগে আলোচনা সভার আয়োজন করা হয়। সকাল সাড়ে ১০টায় আলমডাঙ্গা পৌর ছাত্রদলের আহবায়ক আতিক হাসনাত রিংকুর সভাপতিত্বে আলোচনা সভা শুরু হয়। প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও চুয়াডাঙ্গা ১ আসনে বিএনপি মনোনিত সংসদ সদস্য পদপ্রার্থী শরীফুজ্জামান শরীফ।

                আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সফিকুল ইসলাম পিটু, আলমডাঙ্গা উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি আক্তার হোসেন জোয়ার্দ্দার, সাধারণ সম্পাদক আমিনুল হক রোকন, আলমডাঙ্গা পৌর বিএনপির সভাপতি আজিজুর রহমান পিন্টু, সাধারণ সম্পাদক জিল্লুর রহমান ওল্টু, আলমডাঙ্গা উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আল ইমরান রাসেল ও পৌর ছাত্রদলের সদস্য সচিব মাহমুদুল হক তন্ময় এর পরিচালনায় সমাবেশ বিশেষ বক্তা ছিলেন চুয়াডাঙ্গা জেলা কৃষক দলের সদস্য সচিব তবারক চেয়ারম্যান, জেলা জাসাসের সাধারণ সম্পাদক সেলিমুল হাবীব সেলিম, সাবেক ছাত্রনেতা জেলা বিএনপির অন্যতম নেতা ফিরোজ সরোয়ার রোমান, জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সম্পাদক জুয়েল মাহমুদ সহ সভাপতি সাইফুল ইসলাম, খন্দকার আরিফ, নাঈম হাসান, সাহাবুদ্দিন আহমেদ বুদ্দীন, সাহাবুদ্দিন আহমেদ, যুগ্ম সম্পাদক আমান উল্লাহ আমান, আরিফ আহমেদ শিপ্লব, সাদ্দাম হোসেন, আলমডাঙ্গা উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা, মাহাবুব হাসান মাবুদ, রকিবুল ইসলাম টগর, রতন আলী, আলমডাঙ্গা সরকারি কলেজ ছাত্রদলের সদস্য সচিব জাহাঙ্গীর আলম লিমন, যুগ্ম আহ্বায়ক শাওন পারভেজ।

                এছাড়াও উপস্থিত ছিলেন- আলমডাঙ্গা পৌর যুবদলের আহ্বায়ক নাজিম উদ্দিন মোল্লা, সদস্য সচিব সাইফুদ্দিন আহমেদ কনক, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মীর আসাদুজ্জামান উজ্জ্বল, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রাজু আহমেদ, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জাকারিয়া শান্ত, জামজামি ইউনিয়ন ছাত্রদলের সভাপতি তুহিন আহমেদ, সাধারণ সম্পাদক রাব্বি, খাসকররা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি নাসিম পারভেজ, সাধারণ সম্পাদক রমজান আলী বিপ্লব, আইলহাস ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আশিক আহমেদ, সাধারণ সম্পাদক হৃদয় খান সুজন, নাগদাহ ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মাঈনুল ইসলাম সিয়াম, বেলগাছি ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক সালেক মাহমুদ নিরব, কালিদাস পুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি সোহেল রানা, ডাউকি ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক নাজমুল, হারদি ইউনিয়ন ছাত্রদলের সভাপতি শিপন আহমেদ, খাদিমপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি রনি আহমেদ, সাধারণ সম্পাদক হুসাইন আহমেদ, গাংনী ইউনিয়ন ছাত্রদলের সভাপতি তানভির হোসেন সবুজ, চিৎলা ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক নাজমুল হাসান, ভাংবাড়ীয়া ইউনিয়ন ছাত্রদলের সভাপতি ইমন আলী, সাধারণ সম্পাদক আসিফ হুদা, জেহালা ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র সহ সভাপতি শাহীন আহমেদ, বাড়াদি ইউনিয়ন ছাত্রদল নেতা স্বপন আলী, হারদি কলেজ ছাত্রদলের সভাপতি আসাদুজ্জামান সোহান, নিগার সিদ্দিক ডিগ্রী কলেজের সভাপতি নাফিয়াল আরাফাত সাকিন, খাসকররা ডিগ্রী কলেজ ছাত্রদলের সভাপতি মুন্না জোয়ার্দ্দার, সাধারণ সম্পাদক ফাতেহা বিশ্বাস তিথি প্রমূখ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *