মেছো বিড়াল সংরক্ষণে জীবননগরে ওয়াইল্ড লাইফ এন্ড নেচার ইনিশিয়েটিভের প্রচারণা

তিতুদহ প্রতিনিধি

জীবননগর উপজেলাধীন বাঁকা ইউনিয়নের বেশ কয়েকটি স্থানে জনসচেতনতার লক্ষ্যে প্রচরণা চালায় বাংলাদেশ ওয়াইল্ড লাইফ এন্ড নেচার ইনিশিয়েটিভ পরিবেশবাদী সংগঠন। শনিবার দুপুর ১২টার দিকে বাঁকা ইউনিয়নের তেতুলিয়া গ্রামের পদ্মবিলা ও বাঁকা বাজারে প্রচারণা চলায়। মেছো বিড়াল একটি আইইউসিএন কতৃক লাল তালিকাভূক্ত প্রাণী। বাংলাদেশে এটি সংরক্ষিত। বিভিন্ন ভাবে আজ এই প্রানী বিলুপ্তির পথে। মেছো বিড়াল সংরক্ষণে সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহন করেছে। বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইন ২০১২ এবং মেছো বিড়ালের আবাসস্থল রক্ষা, মানুষের সাথে সংঘাত নিরশনের বিভিন্ন পদক্ষেপ তুলে ধরে মাইকিং প্রচারণা করা হয়। তাছাড়া বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ খুলনা এর লিফলেট বিতরণ করা হয়।

বাংলাদেশ ওয়াইল্ড লাইফ এন্ড নেচার ইনিশিয়েটিভ এর প্রতিষ্ঠাতা সভাপতি ও বড় সলুয়া নিউ মডেল ডিগ্রি কলেজ এর প্রাণিবিদ্যা প্রভাষক আহসান হাবীব শিপলু বলেন, আমরা মেছো বিড়াল সংরক্ষণে বন বিভাগের সহযোগি হিসাবে দীর্ঘদিন যাবত কাজ করছি। গবেষণায় দেখে গেছে একটি মেছো বিড়াল তার ১০ বছর জীবনকালে ৫০ লক্ষ টাকার ফসল ক্ষতির হাত থেকে রক্ষা করে এবং জলাশয়ের পরিবেশ রক্ষা করে। মাছের উৎপাদন বেড়ে যায়। এখন বাঘ বলে একে মারা হয় যা খুবই কষ্টদায়ক। আমরা এই প্রাণীর অস্তিত্ব রক্ষায় সকলের সহযোগিতা কামনা করছি। এই সময় সংগঠনের বায়জিদ, ইয়াসিন, বিএডিসির কর্মচারী শাওন, সেন্টু শেখ, বাকাঁ বাজারের গণ্যমান্য ব্যক্তিবর্গ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *