ভাংবাড়ীয়া মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন সম্পন্ন

হাটবোয়ালিয়া প্রতিনিধি

আলমডাঙ্গা উপজেলার ভাংবাড়ীয়া মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির  নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। নির্বাচনে বিএনপি সমর্থিত প্যানেল জামায়াত সমর্থিত প্যানেলকে হারিয়ে ফুল প্যানেলে জয়লাভ করেছেন। ভোটগণনা শেষে মঙ্গলবার বিকাল সাড়ে ৫টার দিকে ফলাফল ঘোষণা করেন আলমডাঙ্গা উপজেলা একাডেমিক সুপারভাইজার ও প্রিজাইডিং অফিসার ইমরুল হক। নির্বাচনে বিএনপি সমর্থিত প্যানেল প্রার্থী আবু সাঈদ আলি ১৯৩ ভোট পেয়ে ১ম, আহসান হাবিব ১৮৫ ভোট পেয়ে ২য়, তরিকুল ইসলাম ১৮৫ ভোট পেয়ে ৩য়, শামীম রেজা ১৬৩ ভোট পেয়ে ৪র্থ ও ১৬২ ভোট পেয়ে সংরক্ষিত মহিলা অভিভাবক সদস্য হয়েছেন মোছাঃ সাহার বানু।

ভাংবাড়ীয়া মাধ্যমিক বিদ্যালয়ের মোট ভোটার সংখ্যা ছিল ৪৫৪ জন। ভোট প্রদানের সংখ্যা ৩৯০। শতকরা প্রায় ৮০ ভাগ ভোটার এই নির্বাচনে ভোট প্রদান করেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *