জামায়াত মনোনিত এমপি প্রার্থী রাসেলের পথসভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার

আলমডাঙ্গার জেহালা ইউনিয়নের বিভিন্ন গ্রামে জামায়াতের গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার বিকেলে জেহালা ইউনিয়নের পুটিমারি গ্রামে এ পথসভা অনুষ্ঠিত হয়। পরে পুটিমারি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এক সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন জেহালা ইউনিয়ন জামায়াতের আমীর হুমায়ুন কবির।

এ সময় বক্তব্যে এমপি প্রার্থী রাসেল বলেন, আমরা মানুষ হিসেবে মানুষের পাশে দাঁড়াতে চাই। ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করে সৎ ও জবাবদিহিতামূলক নেতৃত্ব গড়ে তুলতে চাই। যদি সুযোগ পাই, এলাকার রাস্তা-ঘাট, কালভার্টসহ সকল উন্নয়নমূলক কর্মকাণ্ড বাস্তবায়ন করব এবং ব্যয়ের পূর্ণ হিসাব জনগণের সামনে উপস্থাপন করব।”

                  তিনি আরও বলেন, দেশকে সুন্দরভাবে সাজিয়ে তোলার জন্য আমাদেরকে মাত্র পাঁচ বছরের জন্য সুযোগ দিন। বাংলাদেশের নানা সমস্যা দীর্ঘদিন ধরে আমরা দেখে আসছি। বিভিন্ন সময় বিভিন্ন দল ক্ষমতায় এলেও সমস্যার সমাধান হয়নি, বরং সমস্যা বেড়েছে। বাংলাদেশ জামায়াতে ইসলামী একটি ইনসাফভিত্তিক সুন্দর সমাজ গড়তে চায়, যেভাবে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ (সা.) একটি জাহেলিয়াতপূর্ণ সমাজকে ইনসাফনিষ্ঠ সমাজে রূপান্তর করেছিলেন।”

তিনি আরও যোগ করেন, “আমরা জামায়াতে ইসলামী রাজনীতি করি না ব্যবসা-বাণিজ্যের জন্য, বরং এ দেশ ও দেশের মানুষের কল্যাণের জন্য।”

এ সময় উপস্থিত ছিলেন- জেলা কর্মপরিষদ সদস্য দারুস সালাম, আলমডাঙ্গা উপজেলা জামায়াতের আমীর ও উপজেলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী প্রভাষক শফিউল আলম বকুল, উপজেলা কর্মপরিষদ সদস্য আব্দুল আজিজ প্রমুখ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *