চুয়াডাঙ্গা-২ আসনের এমপি প্রার্থী হাসানুজ্জামান সজিবের গণসংযোগ

স্টাফ রিপোর্টার‎

‎‎ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত চুয়াডাঙ্গা-২ আসনের এমপি প্রার্থী হাসানুজ্জামান সজিব গতকাল রবিবার গড়াইটুপি, তিতুদহ ও বেগমপুর  ইউনিয়নের বিভিন্ন এলাকা সফর করেছেন এবং স্থানীয় জনগণের সাথে গণসংযোগ করেছেন। এ সময় হাতপাখা প্রতীকের প্রার্থী হাসানুজ্জামান সজিব, এলাকার উন্নয়ন এবং জনগণের মৌলিক অধিকার প্রতিষ্ঠা করার দৃঢ় সংকল্প ব্যক্ত করেন। ‎গণসংযোগকালে তিনি জনগণের খোঁজ-খবর নেন এবং স্থানীয় বিভিন্ন সমস্যার বিষয়ে আলাপ-আলোচনা করেন।

তিনি জানান, “আমি আপনাদের পাশে আছি এবং আগামী দিনে উন্নয়নের জন্য সকল শ্রেণি-পেশার মানুষের সঙ্গে কাজ করতে চাই। আমাদের এলাকার বেকারত্ব, স্বাস্থ্যসেবা, শিক্ষা, রাস্তাঘাটসহ অন্যান্য সমস্যা সমাধানে একত্রে কাজ করতে হবে।”

‎হাসানুজ্জামান সজিব তাঁর নির্বাচনী প্রচারে বলেন, চুয়াডাঙ্গা- ২ আসনের প্রতিটি গ্রামে উন্নয়ন কার্যক্রম চালু হবে, যাতে মানুষের জীবনমানের উন্নতি হয়। আমি প্রতিশ্রুতি দিচ্ছি, জনগণের স্বার্থের জন্য সবসময় কাজ করে যাব।”

‎এদিনের গণসংযোগে ইসলামী আন্দোলন বাংলাদেশ চুয়াডাঙ্গা জেলা শাখার জয়েন্ট সেক্রেটারি আলিমুজ্জামান,সাংগঠনিক সম্পাদক ফারুক হোসেন, গড়াইটুপি ইউনিয়ন সভাপতি- ডাঃ জসিম উদ্দিন,  সেক্রেটারি- জহুরুল ইসলাম, তিতুদহ ইউনিয়ন সভাপতি-আব্দুর রাজ্জাক, বেগমপুর ইউনিয়ন সভাপতি-আনছার আলী, সেক্রেটারি- সিদ্দিক আলীসহ এলাকার শতাধিক মানুষ উপস্থিত ছিলেন এবং তারা হাসানুজ্জামান সজিবকে পূর্ণ সমর্থন জানিয়ে তাঁর প্রচারণায় অংশ নেন। সজিবের এই সফর এবং গণসংযোগে এলাকার জনগণের মধ্যে নতুন আশার সঞ্চার হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *