দর্শনায় সাংবাদিকদের সঙ্গে জামায়াতের মতবিনিময় সভা অনুষ্ঠিত

দর্শনা অফিস

চুয়াডাঙ্গা জেলা জামায়াতে ইসলামের আমীর ও চুয়াডাঙ্গা-২ আসনের এমপি প্রার্থী রুহুল আমিন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন। গতকাল শনিবার দুপুর ১২টার দিকে দর্শনা প্রেসক্লাবে এ সভা অনুষ্ঠিত হয়। পবিত্র কুরআন তেলাওয়তের মাধ্যমে মতবিনিময় সভা শুরু করা হয়। সভায় সভাপতিত্ব করেন দর্শনা থানা জামায়াতের সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান টুকু।

সাংবাদিকদের উদ্দেশ্যে রুহুল আমিন বলেন, আপনারা সমাজের দর্পণ। তাই আপনাদের কাছে অনুরোধ, সর্বদা বস্তুনিষ্ঠ ও সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশন করবেন। আমরা চাই, সাংবাদিকতার মান উন্নত হোক যাতে সত্য প্রকাশ পায়, বিভাজন নয়।

দলে নতুন যোগদানকারীদের বিষয়ে তিনি জানান, বিভিন্ন জায়গা থেকে আমাদেরকে বলা হয়েছে, আমাদের দলে যারা যোগদান করছে, তারা যেনো ফ্যাসিস্ট না হয় কিংবা তাদের দোষর না হয়, সে দিকে খেয়াল রাখব। সেই সাথে আমরা ভালো করে খোঁজ নেব তাদের সম্পর্কে। বিএনপির সঙ্গে আমাদের সম্পর্ক দীর্ঘদিনের। এটি জাতির ও এলাকার কল্যাণের সম্পর্ক। রাজনৈতিক মতপার্থক্য থাকতে পারে, তবে তা যেন কখনো সীমালঙ্ঘন না করে। বিএনপিকে আমরা আমাদের সহযোদ্ধা ও স্বাথী মনে করি, ভবিষ্যতেও এই সম্পর্ক অটুট থাকবে। যে দল ফ্যাসিবাদে লিপ্ত হয় বা সীমা লঙ্ঘন করে, তারা নিজেরাই জনবিচ্ছিন্ন হয়ে যায়। আওয়ামী লীগের ক্ষেত্রেও সেটি ঘটেছে। ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের বিতর্কিত নির্বাচনের পর দেশব্যাপী গণঅভ্যুত্থানে জনগণ আওয়ামী লীগের প্রতি আস্থা হারিয়েছে।

সভায় আরও উপস্থিত ছিলেন, চুয়াডাঙ্গা জেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা আজিজুর রহমান, জেলা সহকারী সেক্রেটারি আব্দুল কাদের, দর্শনা পৌর আমির ও সাবেক কমিশনার সাহিকুল ইসলাম অপু, দর্শনা প্রেসক্লাবের সভাপতি ইকরামুল হক পিপুল ও সাধারণ সম্পাদক মনিরুজ্জামান সুমন, সাংবাদিক সমিতির সভাপতি আওয়াল হোসেন ও সাধারণ সম্পাদক মাসুম বিল্লাহ, এফ. এম. আলমগীর, রেজাউল করিম লিটন, জাহিদুল ইসলামসহ অনেকেই। সব শেষে দর্শনা প্রেসক্লাবের ভবন উন্নয়নের বিষয়ে সভাপতির মতামতের সাথে একমত পোষণ করেন এবং এ বিষয়ে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *