স্টাফ রিপোর্টার
চুয়াডাঙ্গা সদর উপজেলার সুবদিয়ায় নির্বাচনী পথসভায় এমপি প্রার্থী অ্যাড. মাসুদ পারভেজ রাসেল বলেছেন, সুন্দর চুয়াডাঙ্গা গড়তে দাঁড়িপাল্লায় ভোট দিন। যেমন তরুণরা বিশ্ববিদ্যালয়গুলোতে বিজয় হচ্ছে আগামীতে জাতীয় সংসদ নির্বাচনে জামায়াত ভালো কিছু উপহার দিতে চায়। সকল ক্ষেত্র জামায়াত ইতিবাচক ফলাফল দেখাতে চাই। আমরা যদি উদাহরণ দিই মেডিকেল কোচিং এর ক্ষেত্রে রেটিনা কোচিং দেশ সেরা, চিকিৎসার ক্ষেত্রে ক্ষেত্রে ইবনে সিনা সেরা ও বিশ্ববিদ্যালয় কোচিং এ সাকসেস, ফোকাস ভালো ফলাফল করে থাকে।
শনিবার রাত সাতটায় সুবদিয়া ঈদগাহ ময়দানে পদ্মবিলা ইউনিয়নের আমীর আসমান আলীর সভাপতিত্বে ও ইউনিয়ন সেক্রেটারি মাসুদ রানার উপস্থাপনায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন এমপি প্রার্থী অ্যাড. মাসুদ পারভেজ রাসেল।
তিনি আরও বলেন, এই ৫৩ বছরে আপনারা অন্যান্য দলকে কয়েকবার ভোট দিয়েছেন, এই ভোট নিয়ে তারা দেশকে দুর্নীতিতে চ্যাম্পিয়ন করেছে। আমরা এর থেকে বের করে একটি নতুন বাংলাদেশ বিনির্মানে একবার মাত্র দাঁড়িপাল্লায় ভোট চাই।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন চুয়াডাঙ্গা সদর আমীর মাওলানা বিলাল হুসাইন, সেক্টেটারী গোলাম রসুল, সহকারী সেক্রেটারী মাওলানা সাজিবুল ইসলাম ও শাহেন উজ্জামান। এছাড়াও উপস্থিত ছিলেন ইউনিয়ন সহকারী সেক্রেটারি হাবিব শেখ ও যুব বিভাগের সভাপতি মাসুম বিল্লাহ প্রমুখ।
এর আগে বেলা ৩টায় বাংলাদেশ জামায়াতে ইসলামী চুয়াডাঙ্গা সদর উপজেলা কর্তৃক আয়োজিত বেগনগর বিলাল কিন্ডারগার্টেন স্কুলে প্রশিক্ষণ কর্মশালায় তিনি প্রধান অতিথির বক্তব্য রাখেন। বক্তব্যে তিনি বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে পোলিং এজেন্টদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। একটি ন্যায়নিষ্ঠ, ইনসাফভিত্তিক ও সুন্দর বাংলাদেশ গঠনে আপনাদের সাহসী ও দায়িত্বশীল ভূমিকা অপরিহার্য। নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করতে পোলিং এজেন্টদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।



