চুয়াডাঙ্গার আলোকদিয়ায় ফিউচার ওয়ার্ল্ড অনলাইন কোম্পানির উদ্যোগে খাদ্যসামগ্রী বিতরণ

স্টাফ রিপোর্টার


চুয়াডাঙ্গা সদর উপজেলার আলোকদিয়া ইউনিয়নে মানবিক সংগঠন ফিউচার ওয়ার্ল্ড অনলাইন কোম্পানির উদ্যোগে প্রায় চারশত (৪০০) অসহায় ও নিম্নআয়ের পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। গতকাল শুক্রবার বেলা ১১টার দিকে আলোকদিয়া ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এ খাদ্য বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা যুবদলের সভাপতি শরীফুজ্জামান সিজার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফিউচার ওয়ার্ল্ড কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জিয়া রতন, আলোকদিয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান বেলাল উদ্দিন, ফিউচার ওয়ার্ল্ড চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সার্ভিস ম্যানেজার রিয়াজ হোসেনসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, সমাজের পিছিয়ে পড়া ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোই ফিউচার ওয়ার্ল্ডের মূল লক্ষ্য। তারা জানান, ধীরে ধীরে জেলার অন্যান্য এলাকাতেও এ ধরনের মানবিক সহায়তা কর্মসূচি বাস্তবায়ন করা হবে। খাদ্যসামগ্রী গ্রহণ করে উপকারভোগীরা ফিউচার ওয়ার্ল্ডের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং এমন উদ্যোগ অব্যাহত রাখার আহ্বান জানান।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *