আন্দুলবাড়ীয়ায় নিজ বাসভবনে দলীয় নেতাকর্মীদের সাথে মতবিনিময়কালে মাহমুদ হাসান খাঁন বাবু

স্টাফ রিপোর্টের
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) দামুড়হুদা উপজেলা শাখার উদ্যোগে সকল ইউনিয়ন বিএনপির সুপার ফাইভ নেতৃবৃন্দের অংশগ্রহণে এক সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত চুয়াডাঙ্গা জেলা বিএনপি সভাপতি ও চুয়াডাঙ্গা-২ আসনে বিএনপির সম্ভাব্য প্রার্থী, বিজিএমই’র সভাপতি এবং বিএনপি কেন্দ্রীয় কমিটির উপ-কোষাধ্যক্ষ মাহমুদ হাসান খাঁন বাবুর আন্দুলবাড়ীয়া গ্রামের নিজ বাসভবনে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন দামুড়হুদা উপজেলা বিএনপি সভাপতি ও নতিপোতা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মনিরুজ্জামান মনির।
প্রধান অতিথির বক্তব্যে মাহমুদ হাসান খাঁন বাবু বলেন, দলের মধ্যে কোনো গ্রুপিং নয়। সকল ভেদাভেদ ভুলে কাঁধে কাঁধ মিলিয়ে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে হবে। ঐক্যবদ্ধভাবে কাজ করলে ইনশাআল্লাহ বিজয় আমাদের হবেই। ঐক্যের কোনো বিকল্প নেই।
সভায় আরো বক্তব্য রাখেন, দামুড়হুদা উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক ও সদর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান রফিকুল ইসলাম তনু, সহ-সভাপতি আব্দুল ওয়াহেদ, যুগ্ম-সাধারণ সম্পাদক মন্টু মিয়া, জুড়ানপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ইদ্রিস আলী, সাধারণ সম্পাদক রুহুল আমিন, নতিপোতা ইউনিয়ন বিএনপি’র সভাপতি মাসুদ রানা, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, নাটুদাহ ইউনিয়ন বিএনপি’র সভাপতি শামসুল আলম, সাধারণ সম্পাদক ওসমান গনি, কার্পাসডাঙ্গা ইউনিয়ন বিএনপি’র সভাপতি শামসুল আলম, যুগ্ম-সম্পাদক জুলফিকার আলী ভুট্টো, হাউলী ইউনিয়ন বিএনপি’র সভাপতি ইউসুফ আলী, সাধারণ সম্পাদ নাফিজ আক্তার, দামুড়হুদা সদর ইউনিয়ন বিএনপি’র সহ-সভাপতি শফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক কুতুব উদ্দিনসহ সকল ইউনিয়নের সুপার ফাইভ নেতৃবন্দ।
উক্ত অনুষ্ঠানটি উপস্থাপনা করেন দামুড়হুদা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক প্রভাষক আবুল হাশেম।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *