স্টাফ রিপোর্টার
জীবননগর কেডিকে ইউনিয়নের দেহাটি বাজার ও কাশীপুর গ্রামে ব্যাপক গণসংযোগ ও পাথসভা করেন চুয়াডাঙ্গা-২ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী জেলা আমীর রুহুল আমিন। এ সময় বক্তব্যে তিনি বলেন, আমরা একটি ব্যবসায়ী বান্ধব রাষ্ট্র কায়েম করতে চায়। যাতে কোন ব্যবসায়ীকে চাঁদা দিয়ে ব্যবসা করতে না হয়। জামায়াতে ইসলামী দেশ পরিচালনার সুযোগ পেলে ব্যবসাবান্ধব পরিবেশ সৃষ্টি করে দিবে। এবং ব্যবসা-বাণিজ্য পরিচালনার জন্য যা যা করার দরকার সব করা হবে। জামায়াতে ইসলামী সাধারণ প্রান্তিক জনগোষ্ঠি চাওয়া পাওয়া কে মাথায় নিয়ে দেশ পরিচালনা কররে। দাঁড়িপাল্লা সাধারণ মানুষের প্রিয় প্রতিক। জামায়াতে ইসলামী সরকার গঠন করলে দূর্নীতি জাদুঘরে পালাবে। জামায়াত মানুষের হক তার দোর গোড়ায় পৌঁছে দিতে চাই। আমরা শাসক নই বরং জনগণের সেবক হতে চাই।
গণসংযোগ ও পাথসভায় উপস্থিত ছিলেন, চুয়াডাঙ্গা জেলা নায়েবে আমীর মাওলানা আজিজুর রহমান, জেলা সেক্রেটারি অ্যাডভোকেট আসাদুজ্জামান জেলা সহকারি সেকেটারি আই.বি ডব্লিউ এফ এর জেলা সভাপতি আব্দুল কাদের, জেলা সেক্রেটারি আবু উবাইদা, জেলা প্রশিক্ষণ সম্পাদক জিয়াউল হক, জীবননগর উপজলো আমীর মাওলানা সাজেদুর রহমান, নায়েবে আমীর সাখাওয়াত হোসেন, হাফেজ বিল্লাল হোসেন, জীবননগর উপজলোর সেক্রেটারি মাহফুজুর রহমান, সহকারী সেক্রেটারি মাওলানা আবু বকর, উপজেলা যুব বিভাগের সভাপতি মাজেদুর রহমান লিটন, ব্যবসায়ী নেতা মোতাহারুল ইসলাম, আড়িয়ার খান, আশাদুল ইসলাম, মাওলানা জসিম উদ্দীন, আতিয়ার রহমান, যুবনেতা মাহিদুল ইসলাম, আব্দুল মোতালেব,আশিকুর রহমান প্রতিক, সোহেল তানভীর, সায়মুম শাহরিয়ার ও নাজমুল মৃধা প্রমুখ।
এসময় আরো উপস্থিত ছিলেন- জেলা জামায়াতের সেক্রেটারি অ্যাড. আসাদুজ্জামান, জেলা তারবিয়াত সম্পাদক জিয়াউল হক, জেলা ওলামা বিভাগের সভাপতি মাওলানা ইসরাইল হোসেন, জেলা মাজলিসুল মোফাসসিন-এর সভাপতি মাওলানা হাফিজুর রহমান, তালিমুল বিভাগের সভাপতি মাওলানা মহি উদ্দিন উপজেলা আমির মাওলানা সাজেদুর রহমান, উপজেলা নায়েবে আমির হাফেজ বেলাল হোসেন ও সাখাওয়াত হোসেন, উপজেলা সেক্রেটারি মো: মাহফুজুর রহমান, উপজেলা প্রচার ও আইটি সম্পাদক মো: হারুন অর রশীদ, ইউনিয়ন আমির আব্দুর রহমান, ইউনিয়ন সেক্রেটারি মো: ইসমাইল হোসেন প্রমুখ।