স্টাফ রিপোর্টার
চুয়াডাঙ্গার লোকনাথপুরে ডিবি পুলিশ অভিযান চালিয়ে প্যাথেড্রিন ইনজেকশনসহ এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। গতকাল শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে দামুড়হুদা উপজেলার লোকনাথপুর পূর্বপাড়ার শাকিল মিয়ার বাড়ির সামনে থেকে লাবনী খাতুন (৩০) নামে নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। এ সময় তার নিকট থেকে ২৬০ পিস নেশাজাতীয় মাদকদ্রব্য প্যাথেড্রিন ইনজেকশন উদ্ধার করা হয়।
চুয়াডাঙ্গা জেলা পুলিশ গণমাধ্যমে পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে জানান, চুয়াডাঙ্গা গোয়েন্দা পুলিশের এস আই তোরগুল হাসান সোহাগ, এএসআই(নিঃ) আরিফুল ইসলাম, এএসআই(নিঃ) মোত্তালেব হোসেনের নেতৃত্বে গতকাল সন্ধ্যার দিকে মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। এ সময় দামুড়হুদার লোকনাথপুর পূর্বপাড়ার শাকিল মিয়ার বাড়ির সামনে থেকে লাবলু মিয়ার মেয়ে লাবনী খাতুনকে আটক করা হয়। পরে তার কাছ থেকে উদ্ধার করা হয় ২৬০পিস প্যাথেড্রিন ইনজেকশন। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে দামুড়হুদা মডেল মামলা দায়ের করা হয়েছে।