আলমডাঙ্গার কয়রাডাঙ্গায় মুক্তিযোদ্ধা স্মৃতি ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে- শরীফুজ্জামান শরীফ

স্টাফ রিপোর্টার

আলমডাঙ্গা উপজেলার কয়রাডাঙ্গায় মুক্তিযোদ্ধা স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। গতকাল শনিবার বিকেল ৪টায় উপজেলার চিৎলা ইউনিয়নের কয়রাডাঙ্গা মাঠে এই টুর্নামেন্টের আয়োজন করে কয়রাডাঙ্গা ক.উ.ঈ ক্লাব। প্রধান অতিথি থেকে টুর্নামেন্টের উদ্বোধন করেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক শরীফুজ্জামান শরীফ।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, ‘মুক্তিযুদ্ধ আমাদের জাতিসত্তার শ্রেষ্ঠ অর্জন। সেই ঐতিহাসিক বিজয়ের স্মরণে এ ধরনের ক্রীড়া আয়োজন তরুণ প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনার সঙ্গে পরিচিত করে তোলে।’ সব সময় মনে রাখতে হবে, ক্রীড়ার মধ্য দিয়ে যেমন স্বাস্থ্য ও মননের উন্নয়ন ঘটে, তেমনি সমাজে গড়ে ওঠে একতা ও সৌহার্দ্য। এমন উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসনীয়। স্মৃতি রক্ষার দায়িত্ব শুধু ইতিহাসের বইয়ের মধ্যে সীমাবদ্ধ নয়, তা মানুষের মননে ও কর্মকাণ্ডে প্রতিফলিত হতে হবে।’

জেলা যুবদলের সিনিয়র যুগ্ম সম্পাদক ও চিৎলা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল ছালাম বিপ্লবের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সফিকুল ইসলাম পিটু, জেলা জাসাসের সাধারণ সম্পাদক সেলিমুল হাবিব সেলিম, চিৎলা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি শরিফুল ইসলাম টোকন। এসময় আরও উপস্থিত ছিলেন, আলমডাঙ্গা উপজেলা কৃষক দলের আহ্বায়ক জামেল সাদেক পিন্টু, চিৎলা ইউনিয়ন বিএনপির সভাপতি রাজিব ফেরদৌস হাসান পাপেন, খাদিমপুর ইউনিয়ন বিএনপির সভাপতি শেরেগুল ইসলাম বিশ্বাস, সাধারণ সম্পাদক মহাসিন আলী বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক মতিউর রহমান, জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক আমানুল্লাহ আমান, আলমডাঙ্গা উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মহাবুব হোসেন মাবুদ।

উদ্বোধনী খেলায় মুখোমুখি হয় মেহেরপুর জেলার গাংনী উপজেলার চানপুর একাদশ বনাম আলমডাঙ্গা উপজেলার চিতলা একাদশ। নির্ধারিত সময়ের খেলাটি গোলশূন্য ড্র হওয়ায় ম্যাচ গড়ায় টাইব্রেকারে। উত্তেজনাপূর্ণ টাইব্রেকারে চানপুর একাদশ ৫-৩ গোলে জয়লাভ করে। এদিকে, স্থানীয় গ্রামবাসী ও ক্রীড়াপ্রেমী দর্শকদের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয় মাঠজুড়ে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *