জীবননগর অফিস
জীবননগরে ৫২তম জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা-২০২৫ এর সমাপনী ও পুরস্কার বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার বিকেল ৫টায় জীবননগর থানা মডেল পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে খেলা শেষে পুরস্কার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি থেকে পুরস্কার বিরতণ করেন জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা আল আমীন। বিশেষ অতিথি ছিলেন জীবননগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সৈয়দজাদী মাহবুবা মঞ্জুর মৌনা, জীবননগর উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা মনিরুজ্জামান, জীবননগর থানা মডেল পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রেবেকা সুলতানা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা একাডেমিক সুপারভাইজার সৈয়দ আব্দুর জব্বার।
অতিথিরা বলেন, খেলাধুলা শরীর ও মনে সুস্থতা আনে। খেলাধুলা মাদক থেকে দূরে রাখে। খেলাধুলা মোবাইল আসক্তি এড়াতে সাহায্য করে। শিক্ষার্থীরাই আগামী দিনের ভবিষ্যৎ প্রজন্ম। পড়াশোনার পাশাপাশি নিয়মিত খেলাধুলা করলে তারা ভালো খেলোয়াড় হয়ে উঠতে পারবে।