আলমডাঙ্গায় দুর্গাপূজা মন্দির আকস্মিক পরিদর্শন করলেন পুলিশ সুপার

আলমডাঙ্গা অফিস

চুয়াডাঙ্গা পুলিশ সুপার খন্দকার গোলাম মওলা আলমডাঙ্গা থানা এলাকার বিভিন্ন দুর্গাপূজা মন্দির আকস্মিকভাবে পরিদর্শন করেছেন। গতকাল বুধবার বেলা সাড়ে ১১টার দিকে শহরের বাবুপাড়া মন্দির, বালক সংঘ মন্দির ক্যানালপাড়া, রথ তলা পূজা মন্দির সহ বিভিন্ন পূজা মন্দির পরিদর্শন করেন।

পরিদর্শনকালে তিনি পূজা উদযাপনকে ঘিরে সাম্প্রদায়িক সম্প্রীতি অটুট রাখার আহ্বান জানান। পুলিশ সুপার বলেন, “শারদীয় দুর্গাপূজা যেন সুষ্ঠু, শান্তিপূর্ণ ও আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হয়, সে বিষয়ে পুলিশ প্রশাসন সর্বদা তৎপর থাকবে।” তিনি আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে দায়িত্বশীলতা ও পেশাদারিত্বের সঙ্গে কাজ করার জন্য থানার সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ প্রদান করেন। এ সময় উপস্থিত ছিলেন আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ মাসুদুর রহমান, পুলিশ পরিদর্শক (অপারেশন) বিকাশ চন্দ্র সরকার, ডাঃ অমল কুমার বিশ্বাস, বাবু পরিমল কুমার কালু ঘোষসহ পূজা উদযাপন কমিটি ও হিন্দু সম্প্রদায়ের  নেতৃবৃন্দ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *