স্টাফ রিপোর্টার
চুয়াডাঙ্গা সদর উপজেলার নীলমণিগঞ্জ ও মোমিনপুর বাজারে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়েছে। গতকাল সোমবার বিকাল সাড়ে ৪টা থেকে সাড়ে ৫টা পর্যন্ত এ অভিযান পরিচালিত হয়। অভিযানে দুই ফার্মেসিকে নানান অনিয়মে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অভিযান পরিচালনা করেন চুয়াডাঙ্গা ঔষধ প্রশাসনের তত্ত্বাবধায়ক তাহমিদ জামিল।
জেলা ঔষধ প্রশাসন থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, চুয়াডাঙ্গা সদরের নীলমণিগঞ্জ বাজারে বিভিন্ন ফার্মেসিতে ঔষধ প্রশাসন কর্তৃক নকল, ভেজাল, আনরেজিস্টার্ড, মেয়াদউত্তীর্ণ ও ফিজিশিয়ান স্যাম্পল জাতীয় ঔষধ বিক্রয় ও সংরক্ষণের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালিত হয়। এ অভিযানে মেয়াদোত্তীর্ণ ঔষধ ও ফিজিশিয়ান স্যাম্পল বিক্রয় করার অপরাধে আনোয়ারা ফার্মেসিকে ৫ হাজার টাকা ও মা ফার্মেসিকে ১০ হাজার টাকাসহ মোট ১৫ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়। এ সময় ওই সকল ফার্মেসি থেকে মেয়াদ উত্তীর্ণ ঔষধ জব্দ করা হয়।