কুতুবপুর প্রতিনিধি
কুতুবপুর ইউনিয়ন পরিষদদের ভূমি হস্তান্তর কর ১% এর অর্থায়নে ইউপি সদস্যদের মাধ্যমে টিউবওয়েল ও গাছের চারা বুঝিয়ে দেওয়া হয়। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টার দিকে ইউনিয়ন পরিষদের সচিব এবং পিআইসি আফাঙ্গীর হোসেন ও ইউপি সদস্যগণ উপস্থিত থেকে এই চারা গ্রহণ করে।
ইউপি সদস্য আফাঙ্গীর হোসেন বলেন, ১% ভূমি হস্তান্তর কর এর অর্থায়নে ১ নং ওয়ার্ড শম্ভুনগর, দত্তাইল, আশানন্দপুর, সাহেবনগরের ইউপি সদস্য রেজাউল হক, ২ নং ওয়ার্ড বোয়ালিয়া গ্রামের ইউপি সদস্য জামাত আলী মণ্ডল, ৩ নং ওয়ার্ড জলিবিলা, যাদবপুর, শাহাপুরের ইউপি সদস্য বিল্লাল হোসেন, ৪ নং ওয়ার্ড মোহাম্মদজমা গ্রামের ইউপি সদস্য নুর ইসলাম, ৫ নং ওয়ার্ড কুতুবপুর গ্রামের ইউপি সদস্য আফাঙ্গীর হোসেন এবং ৬ নং ওয়ার্ড সিন্দুরিয়া, শিবপুর, মর্তৃজাপুর গ্রামের ইউপি সদস্য এলাহি মোল্লার নিকট ১০টি টিউবওয়েল, ৮টি আলমারি মাদ্রাসাতে প্রদানের জন্য, ৬৬৭ টি কাঠের গাছের চারা গোরস্থানে রোপণ করার জন্য দেওয়া হল।
ইউপি সচিব জিয়াউর রহমান বলেন, জনগণের সুবিধার জন্য ইউনিয়ন পরিষদ থেকে এরকম কর্মসূচি আগামীতে আরও জোরদার করা হবে। এরকম উন্নয়নমূলক কর্মকাণ্ড যেন অব্যহত থাকে আমরা সেটাই খেয়াল রাখবো।