স্টাফ রিপোর্টার
রেজিষ্ট্রেশন বিহীন ঔষধ বিক্রি করায় চুয়াডাঙ্গায় উর্মি মেডিকেল হল নামে এক ফার্মেসীকে জরিমানা করা হয়েছে। গতকাল মঙ্গলবার বিকালে চুয়াডাঙ্গা ঔষধ প্রশাসন অধিদপ্তর এ অভিযান পরিচালনা করে। অভিযানে চুয়াডাঙ্গা শহরের ঝিনাইদহ বাসস্ট্যান্ড পাড়ার উর্মি মেডিকেল হলকে ৮ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় আনরেজিস্টার্ড, ফিজিশিয়ান ও মেয়াদোত্তীর্ণ ঔষধ জব্দ করা হয়। অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল নাঈম।
চুয়াডাঙ্গা জেলা ঔষধ প্রশাসনের ঔষধ তত্ত্বাবধায়ক তাহমিদ জামিল এক প্রেসবিজ্ঞপ্তিতে জানান, গতকাল মঙ্গলবার বিকালে নিয়মিত অভিযানের অংশ হিসাবে চুয়াডাঙ্গা জেলা সদরের ঝিনাইদহ বাসস্ট্যান্ড রোডে বিভিন্ন ফার্মেসীতে অভিযান চালানো হয়। এ সময় নকল, ভেজাল, আনরেজিস্টার্ড ,মেয়াদোত্তীর্ণ ও ফিজিশিয়ান স্যাম্পল জাতীয় ঔষধ বিক্রয় ও সংরক্ষণের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালিত হয়। ঔষধ প্রশাসন এর অনুমতি ছাড়া রেজিষ্ট্রেশন বিহীন ঔষধ , মেয়াদোত্তীর্ণ ঔষধ, ফিজিশিয়ান স্যাম্পল ও প্রেসক্রিপশান ছাড়া এন্টিবায়োটিক ঔষধ বিক্রয় দায়ে অভিযানে উর্মি মেডিকেল হলকে ৮ হাজার টাকা জরিমানা করা হয়।